Ajker Patrika

মেসি ইস্যুতে নেটিজেনদের জবাব দিলেন মাদ্রিদ ফুটবলার

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৪: ৪৮
মেসি ইস্যুতে নেটিজেনদের জবাব দিলেন মাদ্রিদ ফুটবলার

পরশু ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার অনুষ্ঠানে লিওনেল মেসিকে প্রথম ভোটটা দিয়েছিলেন ডেভিড আলাবা। এরপর সামাজিক মাধ্যমে রিয়াল মাদ্রিদ ভক্তদের বিদ্রুপের শিকার হয়েছেন আলাবা। পরে নেটিজেনদের জবাব দিয়েছেন রিয়ালের এই সেন্টার ব্যাক।

এবারের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার অনুষ্ঠানে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে বর্ষসেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। আর এখানে ক্লাব সতীর্থ বেনজেমাকে ‘দ্বিতীয় পছন্দ’ হিসেবে ভোট দিয়েছেন আলাবা। তাতে রিয়ালের ভক্তরা সামাজিক মাধ্যমে ধুয়ে দিচ্ছিলেন এই ডিফেন্ডারকে। নেটিজেনদের জবাবে রিয়ালের এই সেন্টার ব্যাক টুইট করেছেন, ‘দল হিসেবে অস্ট্রিয়া এই পুরস্কারের জন্য ভোট দিয়েছে, শুধু আমি একা নই। টিম কাউন্সিলের প্রত্যেকেই ভোট দিতে পারে আর এভাবেই এটা নির্ধারিত হয়। সবাই জানে, বিশেষ করে করিম জানে যে আমি তাকে এবং তার পারফরম্যান্সকে কতটা শ্রদ্ধা করি।’

প্যারিসে পরশু ‘ফিফা দ্য বেস্ট’-এর রাতটা যেন ছিল আর্জেন্টিনারই। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেনই, বর্ষসেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। আর ২০২২-এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছিল আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত