প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।
গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।
ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’
এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।
প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।
গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।
ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’
এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৫ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে