হারলেই বিদায়—মেক্সিকো ম্যাচের পর আজ আরেকটি বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা। ৯৭৪ স্টেডিয়ামে আজ পোল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের। ড্র করলে অবশ্য একটা সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে একই সময়ে হওয়া সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। এই ম্যাচ ড্র হলেও শেষ ষোলোতে উঠবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে নিশ্চয়ই অন্যের ঘাড়ে চাপতে চাইবে না আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রক্ষণ সামলেছেন লেফটব্যাকে মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও দুই সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁকে জায়গা দিতে বসতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঝমাঠের প্রথম একাদশে ছিলেন রদ্রিগো দি পল-গুইদো রদ্রিগেজ-আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আজ পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন এনজো ফার্নান্দেজ। তাঁকে জায়গা ছেড়ে দিয়ে বেঞ্চে বসতে হতে পারে গুইদো রদ্রিগেজকে।
আক্রমণভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজের কাঁধেই থাকছে গোল বের করার দায়িত্ব। তবে হালকা চোটের সমস্যা আছে মার্তিনেজের। সে ক্ষেত্রে তাঁর বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের যেকোনো পরিস্থিতিতে। গোলবারের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন।
হারলেই বিদায়—মেক্সিকো ম্যাচের পর আজ আরেকটি বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা। ৯৭৪ স্টেডিয়ামে আজ পোল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের। ড্র করলে অবশ্য একটা সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে একই সময়ে হওয়া সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। এই ম্যাচ ড্র হলেও শেষ ষোলোতে উঠবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে নিশ্চয়ই অন্যের ঘাড়ে চাপতে চাইবে না আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রক্ষণ সামলেছেন লেফটব্যাকে মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও দুই সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁকে জায়গা দিতে বসতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঝমাঠের প্রথম একাদশে ছিলেন রদ্রিগো দি পল-গুইদো রদ্রিগেজ-আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আজ পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন এনজো ফার্নান্দেজ। তাঁকে জায়গা ছেড়ে দিয়ে বেঞ্চে বসতে হতে পারে গুইদো রদ্রিগেজকে।
আক্রমণভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজের কাঁধেই থাকছে গোল বের করার দায়িত্ব। তবে হালকা চোটের সমস্যা আছে মার্তিনেজের। সে ক্ষেত্রে তাঁর বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের যেকোনো পরিস্থিতিতে। গোলবারের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩০ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৬ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে