Ajker Patrika

মেসির সঙ্গে চুক্তি বাড়াবে না পিএসজি

আপডেট : ০৩ মে ২০২৩, ১৫: ৫০
মেসির সঙ্গে চুক্তি বাড়াবে না পিএসজি

মন ভালো করতে পরিবার নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন লিওনেল মেসি। বেড়াতে গিয়েই দুঃসংবাদ শুনলেন তিনি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। 

পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে ফরাসি এই ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় এই নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না। 

মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে আলাপ-আলোচনা। পুরনো ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশি। বার্সার পাশাপাশি আরও অনেক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে। এমনকি মেজর লিগ সকারেও (এমএলএস) যেতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত