কোচিংয়ের ক্ষেত্রে ব্রাজিল সাধারণত ক্রিকেটের অস্ট্রেলিয়া–ভারতের মতো। নিজ দলের কোনো সাবেক তারকাকেই এই পদে বসানোর রেওয়াজ রয়েছে ফুটবলের ‘রাজধানী’ খ্যাত দেশটির। কিন্তু আরেকটু হলে সেই চেনা দৃশ্যে ছেদ পড়ত। নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে বার্সেলোনার নতুন বস জাভি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হয়নি সেটি।
গতকাল বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন ক্লাবটিরই সাবেক কিংবদন্তি জাভি। চুক্তি সইয়ের পর পরিচয়পর্ব সারার দিন জাভি জানান, নেইমারদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্সাকে মনেপ্রাণে ভালোবাসেন বলেই সেই পথে আর এগোননি।
জাভির কাছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রস্তাবটি ছিল প্রথমে সহকারী কোচ হিসেবে। দলটির বর্তমান কোচ তিতের অধীনে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করতে বলা হয়েছিল তাঁকে। এ সময় দল সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন জাভি। শেষে কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন তিনি।
জাভি গতকাল সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এটা সত্যি, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করব, আর বিশ্বকাপ শেষে নিজে দলের দায়িত্ব বুঝে নেব।’
ফুটবল ইতিহাসের সেরা দেশটিকে কোচিং করানোর প্রস্তাব পেয়েও কেন সাড়া দেননি সেটিও স্পষ্ট করেছেন স্পেনের এই কিংবদন্তি মিডফিল্ডার। বলেন, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল, আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল, বার্সায় আসার এটাই আমার সেরা সময়।’
কোচিংয়ের ক্ষেত্রে ব্রাজিল সাধারণত ক্রিকেটের অস্ট্রেলিয়া–ভারতের মতো। নিজ দলের কোনো সাবেক তারকাকেই এই পদে বসানোর রেওয়াজ রয়েছে ফুটবলের ‘রাজধানী’ খ্যাত দেশটির। কিন্তু আরেকটু হলে সেই চেনা দৃশ্যে ছেদ পড়ত। নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে বার্সেলোনার নতুন বস জাভি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হয়নি সেটি।
গতকাল বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন ক্লাবটিরই সাবেক কিংবদন্তি জাভি। চুক্তি সইয়ের পর পরিচয়পর্ব সারার দিন জাভি জানান, নেইমারদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্সাকে মনেপ্রাণে ভালোবাসেন বলেই সেই পথে আর এগোননি।
জাভির কাছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রস্তাবটি ছিল প্রথমে সহকারী কোচ হিসেবে। দলটির বর্তমান কোচ তিতের অধীনে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করতে বলা হয়েছিল তাঁকে। এ সময় দল সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন জাভি। শেষে কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন তিনি।
জাভি গতকাল সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এটা সত্যি, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করব, আর বিশ্বকাপ শেষে নিজে দলের দায়িত্ব বুঝে নেব।’
ফুটবল ইতিহাসের সেরা দেশটিকে কোচিং করানোর প্রস্তাব পেয়েও কেন সাড়া দেননি সেটিও স্পষ্ট করেছেন স্পেনের এই কিংবদন্তি মিডফিল্ডার। বলেন, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল, আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল, বার্সায় আসার এটাই আমার সেরা সময়।’
বি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২৭ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে