Ajker Patrika

নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও সাড়া দেননি জাভি

নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও সাড়া দেননি জাভি

কোচিংয়ের ক্ষেত্রে ব্রাজিল সাধারণত ক্রিকেটের অস্ট্রেলিয়া–ভারতের মতো। নিজ দলের কোনো সাবেক তারকাকেই এই পদে বসানোর রেওয়াজ রয়েছে ফুটবলের ‘রাজধানী’ খ্যাত দেশটির। কিন্তু আরেকটু হলে সেই চেনা দৃশ্যে ছেদ পড়ত। নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে বার্সেলোনার নতুন বস জাভি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হয়নি সেটি।

গতকাল বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন ক্লাবটিরই সাবেক কিংবদন্তি জাভি। চুক্তি সইয়ের পর পরিচয়পর্ব সারার দিন জাভি জানান, নেইমারদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্সাকে মনেপ্রাণে ভালোবাসেন বলেই সেই পথে আর এগোননি

জাভির কাছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রস্তাবটি ছিল প্রথমে সহকারী কোচ হিসেবে। দলটির বর্তমান কোচ তিতের অধীনে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করতে বলা হয়েছিল তাঁকে। এ সময় দল সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন জাভি। শেষে কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

জাভি গতকাল সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এটা সত্যি, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করব, আর বিশ্বকাপ শেষে নিজে দলের দায়িত্ব বুঝে নেব।’

ফুটবল ইতিহাসের সেরা দেশটিকে কোচিং করানোর প্রস্তাব পেয়েও কেন সাড়া দেননি সেটিও স্পষ্ট করেছেন স্পেনের এই কিংবদন্তি মিডফিল্ডার। বলেন, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল, আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল, বার্সায় আসার এটাই আমার সেরা সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত