সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা শুরু হয়েছে ২০২৩ সালেই। নতুন ক্লাবে এসে ছন্দ ফিরে পেতেও তাঁর বেশ সময় লেগেছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছেন রোনালদো। দলকে জেতাতে অবদান রেখেছেন অসংখ্য ম্যাচে।
রোনালদোর বছরটাও শেষ হয়েছে দারুণভাবে। সৌদি প্রো লিগে গত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল তায়ুন। আল তায়ুনকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে অতিরিক্ত সময়ের ২ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচে এটা তাঁর প্রথম গোল। তাতে এ বছরে সব মিলে সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো। ৫২ গোল করে এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন হ্যারি কেইন।
কেইন, এমবাপ্পের চেয়ে ২০২৪ ইউরো বাছাই টুর্নামেন্টেও বেশি গোল রোনালদোর। রোনালদো, এমবাপ্পে ও কেইন টুর্নামেন্টে করেন ১০, ৯ ও ৮ গোল, যার মধ্যে রোনালদো এ বছর আল নাসরের হয়ে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। নতুন বছরেও ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। গতকাল ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমার ও দলের জন্য বছরটা দারুণ গেছে। অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলে গোল করে অবদান রেখেছি। ভালোই লাগছে। আশা করি, আগামী বছর এর পুনরাবৃত্তি দেখাব।’
রোনালদোর মতো ২০২৩-২৪ মৌসুমেও দারুণ ছন্দে আল নাসর। ৪৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে দলটি। ১৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৫ ম্যাচে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শীর্ষে থাকা আল হিলাল সমান ১৯ ম্যাচ খেলে পেয়েছে ৫৩ পয়েন্ট।
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা শুরু হয়েছে ২০২৩ সালেই। নতুন ক্লাবে এসে ছন্দ ফিরে পেতেও তাঁর বেশ সময় লেগেছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছেন রোনালদো। দলকে জেতাতে অবদান রেখেছেন অসংখ্য ম্যাচে।
রোনালদোর বছরটাও শেষ হয়েছে দারুণভাবে। সৌদি প্রো লিগে গত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল তায়ুন। আল তায়ুনকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে অতিরিক্ত সময়ের ২ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচে এটা তাঁর প্রথম গোল। তাতে এ বছরে সব মিলে সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো। ৫২ গোল করে এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন হ্যারি কেইন।
কেইন, এমবাপ্পের চেয়ে ২০২৪ ইউরো বাছাই টুর্নামেন্টেও বেশি গোল রোনালদোর। রোনালদো, এমবাপ্পে ও কেইন টুর্নামেন্টে করেন ১০, ৯ ও ৮ গোল, যার মধ্যে রোনালদো এ বছর আল নাসরের হয়ে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। নতুন বছরেও ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। গতকাল ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমার ও দলের জন্য বছরটা দারুণ গেছে। অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলে গোল করে অবদান রেখেছি। ভালোই লাগছে। আশা করি, আগামী বছর এর পুনরাবৃত্তি দেখাব।’
রোনালদোর মতো ২০২৩-২৪ মৌসুমেও দারুণ ছন্দে আল নাসর। ৪৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে দলটি। ১৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৫ ম্যাচে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শীর্ষে থাকা আল হিলাল সমান ১৯ ম্যাচ খেলে পেয়েছে ৫৩ পয়েন্ট।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে