Ajker Patrika

মেসিকে পিএসজির দরকার নেই, বলছেন ফ্রান্সের সাবেক ফুটবলার 

আপডেট : ০৬ মে ২০২৩, ১২: ৫৩
মেসিকে পিএসজির দরকার নেই, বলছেন ফ্রান্সের সাবেক ফুটবলার 

লিওনেল মেসির সৌদি আরবে যাওয়া নিয়ে চলছে সমালোচনা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে মেসির দ্বন্দ্ব হয়েছে আরও প্রকাশ্য। জেরোমি রোথেন মনে করেন, মেসিকে পিএসজির দরকার নেই। 

সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে কদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। ফরাসি এই ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না মেসি নিজেও। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ক্লাবের শাস্তি দেওয়া যৌক্তিক দাবি করে আরএমসি স্পোর্টকে রোথেন বলেন, ‘সে (মেসি) ভুল করার পর তা স্বীকার করেছে। পিএসজি তাকে শাস্তি দিয়ে ঠিক কাজই করেছে। কারণ পেশাগত দিক থেকে সে অসদাচরণ করেছে। আমি ক্লাবের ম্যানেজার না হলেও আমার কথা পরিষ্কার। দুই বছর সে এখানে আছে। আমার মতে, ফ্রান্সের চ্যাম্পিয়ন হতে মেসিকে পিএসজির দরকার নেই। এ কথা তো পরিষ্কার যে সে চুক্তি না করে চলে যাচ্ছে। এভাবেই তা (মেসি-পিএসজি সম্পর্ক) শেষ হবে।’ 

পিএসজি-মেসির এই দ্বন্দ্বে মেসিকে দুষছেন রিভালদো। ব্রাজিলের বিশ্বকাপ বিজয়ী এই তারকা ফুটবলার স্পেনের সংবাদমাধ্যম এএসকে বলেন, স্পেনের সংবাদমাধ্যম এএসকে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো বলেছেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) প্রতি মেসির এমন আচরণে আমি বেশ কষ্ট পেয়েছি। এটা তার ক্যারিয়ারে অস্বাভাবিক ঘটনা। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ারে বিতর্কের কিছু নেই। 

ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে যাওয়ায় মেসির পরে ক্ষমা চেয়েছেন। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার গত রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে বলেছেন, ‘ভেবেছিলাম ম্যাচের পরে ছুটি পাওয়া যাবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল। আমি তা বাতিল করতে পারিনি। এই সফর আগেও আমি বাতিল করেছিলাম। সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত