Ajker Patrika

মেসি-ইনিয়েস্তাদের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, স্তব্ধ জাভি

মেসি-ইনিয়েস্তাদের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, স্তব্ধ জাভি

বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় লম্বা সময় ধরে পরিচালক হিসেবে কাজ করেছেন অ্যালবার্ট বেনাইজেস। নিজের সময়ে বার্সার সোনালি প্রজন্মের তারকা লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের মতো কাছে পেয়েছিলেন তিনি। তবে সেই বেনাইজেসের বিরুদ্ধে উঠেছে শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। 

লা মাসিয়ার কেউ অবশ্য বানাইজেসের বিরুদ্ধে এই অভিযোগ আনেননি, যেখানে তিনি ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত কাজ করেছেন। বেনাইজেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন স্থানীয় একটি স্কুলের ৬০ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী। তাদের দাবি, ১৯৮০ ও ৯০ দশকে সেই স্কুলে শরীরচর্চার শিক্ষক থাকাকালে নির্যাতন চালিয়েছিলেন বেনাইজেস। 

বার্সার সাবেক কর্মকর্তা বেনাইজেস অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি কাউকে আঘাত করেনি, যদি করে থাকি তা ইচ্ছাকৃত নয়।’

এদিকে সাবেক গুরুর বিরুদ্ধে এসব অভিযোগ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বার্সা কোচ জাভি। এই স্প্যানিশ কিংবদন্তি বলেন, ‘এই ধরনের কোনো ঘটনার তথ্য আমার কাছে নেই। তবে এর মানে এই নয় যে এসব ঘটেনি। তিনি আমার কোচ ছিলেন। আমার মনে কখনো কোনো প্রশ্ন জাগেনি। আমি বিস্মিত ও স্তব্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত