ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে