চোটে পড়ায় আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মায়ামির বিপক্ষে তাই খেলা হয়নি রোনালদোর। খেলতে না পারলেও গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড উপভোগ করেছেন তাঁর দলের দুর্দান্ত এক জয়।
রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল নাসর ও ইন্টার মায়ামি। মায়ামির দলে থাকলেও মূল একাদশে ছিলেন না মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলার নেমেছেন বদলি হিসেবে। তাও নেমেছেন ম্যাচের শেষ মুহূর্তে। ইন্টার মায়ামিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। আল নাসরের উড়ন্ত জয়ের ম্যাচে ক্যামেরার লেন্স যেন বারবার খুঁজে নিচ্ছিল গ্যালারিতে থাকা রোনালদোকে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড হাত নেড়ে ভক্ত-সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন।
ম্যাচের তিন মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসর। পর্তুগিজ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন মার্সেলো ব্রোজোভিচ। পর্তুগালের ফুটবলার গোল করায় গ্যালারিতে বসে থাকা রোনালদোকে দেখা যায়, তিনি করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন। এরপর ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডারসন তালিসকা। ডান পায়ের শটে খুব কাছ থেকে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। একইভাবে করতালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায় রোনালদোকে। আল নাসরের তৃতীয় গোলও এসেছে দ্রুতই। ১২ মিনিটে ফ্রিকিকে বাঁ পায়ের শটে গোল করেন ক্লাবটির ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই রকমভাবে চলতে থাকে আল নাসরের গোলবন্যা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলের চতুর্থ গোল করেন তালিসকা। ম্যাচে এটা ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দ্বিতীয় গোল। ৬৮ মিনিটে মোহাম্মদ মারানের পা থেকে আসে সৌদি ক্লাবটির পঞ্চম গোল। এরপর ৭৩ মিনিটে হ্যাটট্রিক করেন তালিসকা। তাতে ইন্টার মায়ামির বিপক্ষে আল নাসরের ‘হেক্সা’ পূরণ হয়ে যায়। ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন মেসি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
চোটে পড়ায় আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মায়ামির বিপক্ষে তাই খেলা হয়নি রোনালদোর। খেলতে না পারলেও গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড উপভোগ করেছেন তাঁর দলের দুর্দান্ত এক জয়।
রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল নাসর ও ইন্টার মায়ামি। মায়ামির দলে থাকলেও মূল একাদশে ছিলেন না মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলার নেমেছেন বদলি হিসেবে। তাও নেমেছেন ম্যাচের শেষ মুহূর্তে। ইন্টার মায়ামিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। আল নাসরের উড়ন্ত জয়ের ম্যাচে ক্যামেরার লেন্স যেন বারবার খুঁজে নিচ্ছিল গ্যালারিতে থাকা রোনালদোকে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড হাত নেড়ে ভক্ত-সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন।
ম্যাচের তিন মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসর। পর্তুগিজ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন মার্সেলো ব্রোজোভিচ। পর্তুগালের ফুটবলার গোল করায় গ্যালারিতে বসে থাকা রোনালদোকে দেখা যায়, তিনি করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন। এরপর ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডারসন তালিসকা। ডান পায়ের শটে খুব কাছ থেকে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। একইভাবে করতালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায় রোনালদোকে। আল নাসরের তৃতীয় গোলও এসেছে দ্রুতই। ১২ মিনিটে ফ্রিকিকে বাঁ পায়ের শটে গোল করেন ক্লাবটির ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই রকমভাবে চলতে থাকে আল নাসরের গোলবন্যা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলের চতুর্থ গোল করেন তালিসকা। ম্যাচে এটা ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দ্বিতীয় গোল। ৬৮ মিনিটে মোহাম্মদ মারানের পা থেকে আসে সৌদি ক্লাবটির পঞ্চম গোল। এরপর ৭৩ মিনিটে হ্যাটট্রিক করেন তালিসকা। তাতে ইন্টার মায়ামির বিপক্ষে আল নাসরের ‘হেক্সা’ পূরণ হয়ে যায়। ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন মেসি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে