পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বজুড়ে চলছে লিওনেল মেসির বন্দনা। একের পর এক সুখবরও পাচ্ছেন মেসি। এবার সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড, যেখানে ছাড়িয়ে গেছেন পেলে, ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের।
গতকাল ফুটবল ওয়েবসাইট ‘ফোর ফোর টু’ সর্বকালের সেরাদের ১০ জনের তালিকা করেছে। যে তালিকায় সবার ওপরে আছেন মেসি, যেখানে কাতারে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পরে দ্বিতীয় স্থানে আছেন ম্যারাডোনা। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তিন নম্বরে আছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের জার্সিতে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন সদ্য প্রয়াত এই কিংবদন্তি ফুটবলার। এছাড়া আছেন ‘টোটাল ফুটবলের’ জনক ইয়োহান ক্রুইফ, জিনেদিন জিদান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জর্জ বেস্ট, ফেরেঙ্ক পুসকাস এবং ব্রাজিলের রোনালদো।
ফোর ফোর টু’র সর্বকালের সেরা খেলোয়াড়:
১। লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২। ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৩। ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
৪। পেলে (ব্রাজিল)
৫। জিনেদিন জিদান (ফ্রান্স)
৬। ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
৭। জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড)
৮। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
৯। ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি)
১০। রোনালদো (ব্রাজিল)
পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বজুড়ে চলছে লিওনেল মেসির বন্দনা। একের পর এক সুখবরও পাচ্ছেন মেসি। এবার সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড, যেখানে ছাড়িয়ে গেছেন পেলে, ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের।
গতকাল ফুটবল ওয়েবসাইট ‘ফোর ফোর টু’ সর্বকালের সেরাদের ১০ জনের তালিকা করেছে। যে তালিকায় সবার ওপরে আছেন মেসি, যেখানে কাতারে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পরে দ্বিতীয় স্থানে আছেন ম্যারাডোনা। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তিন নম্বরে আছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের জার্সিতে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন সদ্য প্রয়াত এই কিংবদন্তি ফুটবলার। এছাড়া আছেন ‘টোটাল ফুটবলের’ জনক ইয়োহান ক্রুইফ, জিনেদিন জিদান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জর্জ বেস্ট, ফেরেঙ্ক পুসকাস এবং ব্রাজিলের রোনালদো।
ফোর ফোর টু’র সর্বকালের সেরা খেলোয়াড়:
১। লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২। ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৩। ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
৪। পেলে (ব্রাজিল)
৫। জিনেদিন জিদান (ফ্রান্স)
৬। ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
৭। জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড)
৮। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
৯। ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি)
১০। রোনালদো (ব্রাজিল)
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে