Ajker Patrika

বান্ধবীর ‘ঝাড়ি’ খেয়ে সৈকত ছাড়লেন ম্যানসিটি তারকা

বান্ধবীর ‘ঝাড়ি’ খেয়ে সৈকত ছাড়লেন ম্যানসিটি তারকা

ইউরোপীয় ফুটবলের বিরতিতে বান্ধবীর সঙ্গে অবকাশ যাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেন। সমুদ্র সৈকতে সময় কাটানোর একপর্যায়ে বান্ধবী রেবেকা কুক ফোডেনের মোবাইল ফোন দেখতে শুরু করেন। ফোন দেখতে দেখতে হঠাৎ রেগে গিয়ে চিৎকার করতে শুরু করেন রেবেকা। এরপর দুজনই সৈকত ছেড়ে যান। 

ফোডেন ও রেবেকা দুজনই সমবয়সী এবং কৈশোর থেকে প্রেম করে আসছেন। তাঁরা দুই সন্তানের বাবা-মাও। এই মুহূর্তে খেলায় বিরতি থাকায় অন্য ফুটবলারদের মতো ফোডেনও বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছেন। তবে বিশ্রামের সময়টা খুব বেশি আনন্দময় হচ্ছে না এই ইংলিশ তারকার জন্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফোডেনের ফোন দেখার একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন রেবেকা। এ সময় ফোডেনকে উচ্চ স্বরে ঝাড়ি দিতেও দেখা যায় তাঁকে। ক্ষোভে ফেটে পড়ার সময় রেবেকা বলেন, ‘তুমি কী ভেবেছ আমি নির্বোধ। আমি এটা আর নিতে পারছি না। সব সময় এটাই ঘটছে।’ বান্ধবীর ঝাড়ি খেয়ে ফোডেনকে চুপ করে থাকতে দেখা যায়। 

রেবেকার এভাবে ক্ষেপে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে প্রতারণা করছেন ফোডেন। এর আগেও সম্পর্কে প্রতারণার অভিযোগে খবরের শিরোনাম হয়েছিলেন ফোডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত