Ajker Patrika

পদত্যাগের দাবিতে বিব্রত নন বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৯: ২৪
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

হাভিয়ের কাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারের পেছনে সেটা অন্যতম কারণ হিসেবে মনে করেন অনেকেই। খোদ বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেন। তা স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ১৩ আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। তবে কাবরেরা সংবাদমাধ্যমে সামনে এলেন আজই। পদত্যাগের দাবি ওঠায় বিব্রত নন তিনি। কাবরেরা বলেন, ‘আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। বিভিন্ন সময়ে বাফুফে সদস্যদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। তারা তাদের মতামত দিয়েছেন, আমি আমারটা দিয়েছি। কেউ একমত হয়েছেন, কেউ ভিন্নমত দিয়েছেন, এটাই স্বাভাবিক।’

বসুন্ধরা কিংস ১০ ফুটবলার না ছাড়ায় এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড হাতে পাননি কাবরেরা। প্রস্তুতিতেও তাই ঘাটতি হচ্ছে। বসুন্ধরা কিংসের সভাপতি ও জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসানের দাবি, কাবরেরা নিজেই চেয়েছিলেন সেপ্টেম্বর উইন্ডোতে না খেলতে।

জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি সবসময় মৌসুম শুরুর আগে একটি পরিকল্পনা তৈরি করি। এটা অনেক মাস আগেই আলোচনা করা হয়েছিল। আমি ইমরুলের সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না। আমি তাকে অনেক শ্রদ্ধা করি। আমরা শুধু এই ক্যাম্পে ভালোভাবে প্রস্তুত হওয়ার ওপরই মনোযোগ দিচ্ছি।’

কাঠমান্ডুর দশরথে ৬ ও ৯ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৬ জাতির ভলিবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: আজকের পত্রিকা
৬ জাতির ভলিবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: আজকের পত্রিকা

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে কাল থেকে শুরু সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) টুর্নামেন্ট। ৬ জাতির টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।

২০১৬ সালে সর্বশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার পথটা কঠিন হলেও আশা হারাচ্ছেন না কোচ রায়ান মাসাজেদি। আজ বিওএর অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড় আছে। অনেকে আবার জুনিয়র যাদের আন্তর্জাতিক পর্যায়ে ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। অবশ্য এগুলোকে আমি অজুহাত হিসেবে দেখাচ্ছি না। শিরোপা জেতা কঠিন। তবে আমরা চেষ্টা করব ট্রফি জেতার।’মাসাজেদি আরও বলেন, ‘কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তারাই শিরোপা জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল।

আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোব।’ ইরানি বংশোদ্ভূত কোচ আসার পর দলের উন্নতি হয়েছে বলে মনে করেন অধিনায়ক হরষিত বিশ্বাস। তিনি বলেন, ‘আধুনিক ভলিবলের অনেক কিছু আমরা জানতাম না। তিনি আসার পর আমরা চেষ্টা করেছি। অনেকটা উন্নতিও করেছি।’

উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এরপর ২৪ অক্টোবর নেপাল, ২৪ অক্টোবর শ্রীলঙ্কা, ২৬ অক্টোবর তুর্কমেনিস্তান ও ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অধিনায়কের সেঞ্চুরি মিস, অস্বস্তিতে দিন পার পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    
ফিফটি করলেও সেঞ্চুরি করতে পারেননি শান মাসুদ। ছবি: ক্রিকইনফো
ফিফটি করলেও সেঞ্চুরি করতে পারেননি শান মাসুদ। ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিটা প্রায় পেয়েই গিয়েছিলেন শান মাসুদ। কিন্তু মাত্র ১৩ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারলেন না তিনি। তাঁর সেঞ্চুরি মিসের দিনটাও অস্বস্তি নিয়ে শেষ করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে প্রথাগত টেস্ট মেজাজে ব্যাটিং করলেও অর্ধেক উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।

টেস্টে সবশেষ সেঞ্চুরি মাসুদ পেয়েছেন এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই প্রতিপক্ষের বিপক্ষে চলতি সিরিজে দুইবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। লাহোরে প্রথম টেস্টে তিনি আউট হয়েছিলেন ৭৬ রানে। এবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ৮৭ রানে। আজ দ্বিতীয় দিনের প্রথম দিন পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। দলীয় ৩৫ রানেই ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। ১৩তম ওভারের তৃতীয় বলে ওপেনার ইমাম উল হককে (১৭) ঘূর্ণিজাদুতে বোল্ড করেন সায়মন হারমার। উদ্বোধনী জুটি ভাঙার পর তিনে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মাসুদ। দ্বিতীয় উইকেটে ২৩০ বলে ১১১ রানের জুটি গড়েন মাসুদ ও আব্দুল্লাহ শফিক।

৫১তম ওভারের পঞ্চম বলে শফিককে ফিরিয়ে ১১১ রানের জুটি ভাঙেন হারমার। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইনসহ তাঁর সতীর্থরা জোরালো আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম রিভিউ করলে দেখা যায়, পাকিস্তানি ওপেনার শফিক লেগসাইডে যখন ঘুরাতে গেছেন, তখন সেটা শফিকের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানি ওপেনার ১৪৬ বলে ৫৭ রান করে আউট হয়েছেন।

দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পর সেই অর্থে ধস না নামলেও প্রথম দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি পাকিস্তান। যার মধ্যে সবচেয়ে বড় আক্ষেপ অধিনায়ক মাসুদের সেঞ্চুরি মিস। তাঁকে ফিরিয়েছেন কেশব মহারাজ। প্রথম দিনে খেলা হয়েছে ৯১ ওভার। সৌদ শাকিল ৪২ রানে অপরাজিত। সালমান আলী আঘা ১০ রানে ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকার হারমার, মহারাজ নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। তিনি মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুই পরিবর্তন নিয়ে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৯
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। জয় বা পরাজয় নয়, বাংলাদেশ কোচ পিটার বাটলারের লক্ষ্য এশিয়ান কাপের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে ওঠা। তাই পারফরম্যান্সের উন্নতিতেই চোখ তাঁর।

দলে দুই পরিবর্তন এনেছেন বাটলার। জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাঁদের পরিবর্তে এসেছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা।ম্যাচ দুটি সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাসহ ৯ ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তাঁরা।

জাতীয় দলের সঙ্গে অল্প সময় থাকায় মানিয়ে নেওয়াটা সহজ ছিল না তাঁদের জন্য। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’

অধিনায়ক আফঈদা খন্দকারও কথা বলেছেন বাটলারের সঙ্গে সুর মিলিয়ে। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর একসঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে। কোনোরকম সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে। কোনো সমস্যা দেখছি না।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড (৫৩)। তবু বাটলার দেখতে চান লড়াকু বাংলাদেশকে, ‘হার বা জিতের মানসিকতা নয়। এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা এটা সবার জন্য। এমনকি যে ভুটান থেকে যে নয়জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’

বাটলার আরও বলেন, ‘আমি মনে করি আমাদের বাস্তববাদী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না।’ ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৪ অক্টোবর ও ২৭ অক্টোবর।

বাংলাদেশ দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল

ডিফেন্ডার: নবীরন খাতুন আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশকে হারাতে সবকিছু করতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৭: ৪৫
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা করছে সফরকারী দল। ছবি: বিসিবি
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা করছে সফরকারী দল। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই পিছিয়ে পড়লেও সিরিজ জিততে বদ্ধপরিকর সফরকারী দল। এজন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত ক্যারিবীয়রা–এমনটাই জানালেন দলটির স্পিনার খ্যারি পিয়েরে।

প্রথম ওয়ানডের মতো সিরিজের বাকি ম্যাচদুটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটের স্লো এবং টার্নিং উইকেটে প্রথম ম্যাচে বাড়তি সুবিধা পেয়েছে স্পিনাররা। বিপরীতে বেশ ভুগতে হয়েছে ব্যাটারদের। এর প্রভাব স্কোরবোর্ডেও স্পষ্ট ছিল।

আগে ব্যাট করে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ১৩৩ রানে। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় ক্যারবীয়রা। উইকেট পক্ষে না থাকলেও ব্যাটারদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন পিয়েরে। সেই সঙ্গে ভালো জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা করছেন তাঁরা।

উইকেট নিয়ে না ভেবে নিজেদের কাজে মনোযোগ দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। পিয়েরে বলেন, ‘উইকেট স্পিন সহায়ক। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের যেকোনো উইকেটেই খেলতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামবে হবে।’

তিনি বলেন, ‘জেতার জন্য যা যা করা দরকার আমরা তা–ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন। পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার জন্য নিজেদের মধ্যে আলোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পিয়েরে বলেন, ‘আমরা বেশকিছু বিষয়ে কথা বলেছি। আমাদের কৌশল কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আমি আগেই বলেছি, আমাদের মানিয়ে নিতে হবে। সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটারদের কীভাবে রান করা থেকে বিরত রাখা যায় সেটা ভাববে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত