ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ নিয়ে দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে আলোচনা যেন থামার নয়। দুজনে ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেলেও সেটার রেশ এখনো রয়ে গেছে। সৌদি প্রো লিগেও দেখা গেছে একই চিত্র।
২০২৩-২৪ মৌসুমের শুরুতে সৌদি প্রো লিগে টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আল-নাসর। এরপর সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। পরাজয় শব্দটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর দলের অভিধান থেকে একরকম হারিয়েই গিয়েছিল। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে হারের স্বাদ পায় আল-নাসর। আল-নাসরকে ৩-০ গোলে হারিয়েছে আল-হিলাল। আল-নাসর হারার দিন ঘটেছে এক মজার ঘটনা। প্রথমার্ধের খেলা শেষে যখন মাঠ ছাড়ছিলেন রোনালদো, তখন আল-হিলালের ভক্ত-সমর্থকেরা তাঁকে (রোনালদো) উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ নামে স্লোগান দেন। ভক্ত-সমর্থকদের স্লোগানে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ হারাননি। বরং গ্যালারির উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়েছেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন উড়ন্ত চুমুর ভিডিও ভাইরাল হয়ে যায়।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর ৬৪ মিনিটে প্রথম গোল করেন আল-হিলালের মিডফিল্ডার সার্জেচ মিলিনকোভিচ সাভিচ। এরপর শেষের দিকে দলটির স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৮৯ মিনিটে ও অতিরিক্ত সময়ের ২ মিনিটে জোড়া গোল করেন, যার মধ্যে মিত্রোভিচের ৮৯ মিনিটের গোলে অ্যাসিস্ট করেন সালেম আল দাওসারি। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটে করা গোলে অ্যাসিস্ট করেন মিলিনকোভিচ সাভিচ। এর আগে মিলিনকোভিচ সাভিচের গোলে অ্যাসিস্ট করেন সৌদ আবদুল হামিদ। ৩-০ গোলের জয়ে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল-নাসর সমান ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ নিয়ে দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে আলোচনা যেন থামার নয়। দুজনে ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেলেও সেটার রেশ এখনো রয়ে গেছে। সৌদি প্রো লিগেও দেখা গেছে একই চিত্র।
২০২৩-২৪ মৌসুমের শুরুতে সৌদি প্রো লিগে টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আল-নাসর। এরপর সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। পরাজয় শব্দটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর দলের অভিধান থেকে একরকম হারিয়েই গিয়েছিল। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে হারের স্বাদ পায় আল-নাসর। আল-নাসরকে ৩-০ গোলে হারিয়েছে আল-হিলাল। আল-নাসর হারার দিন ঘটেছে এক মজার ঘটনা। প্রথমার্ধের খেলা শেষে যখন মাঠ ছাড়ছিলেন রোনালদো, তখন আল-হিলালের ভক্ত-সমর্থকেরা তাঁকে (রোনালদো) উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ নামে স্লোগান দেন। ভক্ত-সমর্থকদের স্লোগানে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ হারাননি। বরং গ্যালারির উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়েছেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন উড়ন্ত চুমুর ভিডিও ভাইরাল হয়ে যায়।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর ৬৪ মিনিটে প্রথম গোল করেন আল-হিলালের মিডফিল্ডার সার্জেচ মিলিনকোভিচ সাভিচ। এরপর শেষের দিকে দলটির স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৮৯ মিনিটে ও অতিরিক্ত সময়ের ২ মিনিটে জোড়া গোল করেন, যার মধ্যে মিত্রোভিচের ৮৯ মিনিটের গোলে অ্যাসিস্ট করেন সালেম আল দাওসারি। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটে করা গোলে অ্যাসিস্ট করেন মিলিনকোভিচ সাভিচ। এর আগে মিলিনকোভিচ সাভিচের গোলে অ্যাসিস্ট করেন সৌদ আবদুল হামিদ। ৩-০ গোলের জয়ে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল-নাসর সমান ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১ ঘণ্টা আগেবিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৪ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৪ ঘণ্টা আগে