Ajker Patrika

৭ গোলের রোমাঞ্চে হারের বেদনায় পুড়ল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২৩: ০২
হতাশ হামজা। ম্যাচ শেষে বাংলাদেশ দলেরই প্রতীকি ছবি এটি। ছবি: ওমর ফারুক
হতাশ হামজা। ম্যাচ শেষে বাংলাদেশ দলেরই প্রতীকি ছবি এটি। ছবি: ওমর ফারুক

প্রথমার্ধের উত্তাপ দ্বিতীয়ার্ধে বেড়ে উঠল আরও। হামজা–শমিতদের ঘাড়ে চড়ে জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন দিন শেষে রূপ নিল চরম হতাশায়। হামজা চৌধুরী হয়ে পড়লেন বিমর্ষ, শমিত শোমও যেন বলার কিছু খুঁজে পাচ্ছিলেন না। ফাহামিদুল ইসলাম তো কেঁদেই ফেললেন। এভাবেও হারা যায়!

৭ গোলের থ্রিলারে আজ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে ওঠার রাস্তাটাও কঠিন হয়ে গেল আরও। অথচ শুরুটা হয়েছিল আশা দিয়ে। শুরুর একাদশে ফাহামিদুল ইসলাম ও শমিত শোমকে না রেখে চমক দেখান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের ৪-৪-২ ছকে ভেঙে দিতে শুরুতে আক্রমণে উঠে হংকং।

৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ম্যাট ওরের শট দূরের পোস্টের পাশ দিয়ে চলে যায়।

১৩ মিনিটি দুর্দান্ত এক ফ্রিকিকে জাল কাঁপান হামজা চৌধুরী। বক্সের ঠিক ডান পাশে এর আগে ফাউলের শিকার হন ফয়সাল আহমেদ ফাহিম। ফ্রি কিক পায় বাংলাদেশ। শুরুতে অবশ্য তা শেখ মোরসালিন নিতে গিয়েছিলেন। কয়েক সেকেন্ডের আলাপে পরে সরে আসেন মোরসালিন। হামজার বাঁকানোর ফ্রিকিক ম্যাট ওরের চুল ছুঁয়ে আশ্রয় নেয় জালে।

সূক্ষ্ম কোণের এই গোলে হামজা যেন হংকংকে বুঝিয়ে দিলেন তিনি বেঞ্চে থাকার মতো খেলোয়াড় নন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর দ্বিতীয় গোল। এর আগে গত জুনে ভুটানের বিপক্ষে হেডে গোল করেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

৩৬ মিনিট রাকিবের ক্রস রিসিভ করার মতো কেউ ছিলেন দেখে বল লুফে নিতে কোনো অসুবিধা হয়নি সিঙ্গাপুর গোলরক্ষক ইয়াপ হুং ফাইয়ের। ৪১ মিনিটে হংকং গোলের দেখা পেলেও অফসাইডের পতাকা আগেই তুলে রাখেন লাইন্সম্যান। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে সেট পিস থেকে সমতা ফেরায় হংকং। কর্নার থেকে কয়েকটি হেড পেরিয়ে আসা বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ফাহিম। কিন্তু হেডে ফাঁকায় থাকা এভেরতনের কাছে বল দিয়ে দেন তিনি। সেই সুযোগ আর কাজে লাগাতে ভুল করেননি এভেরতন। হতাশায় গোল লাইনের ভেতরই বলে লাথি মারেন হামজা।

বিরতির পর ৫০তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে হংকংকে লিড এনে দেন ফরাসি বংশোদ্ভূত রাফায়েল মেরকিয়েস। প্রথম গোলের মতো এই গোলে দায়টা বাংলাদেশেরই। সোহেল রানা জুনিয়র ব্যাক পাস বাড়িয়েছিলেন হামজা চৌধুরীর দিকে। কিন্তু মারকিয়েস পেছন থেকে ছুটে এসে বল ধরে জোরালো শটে ব্যবধান করেন ২-১।

৬৮তম মিনিটে ডান দিক থেকে আক্রমণে ওঠে বাংলাদেশ। বক্সের মধ্যে ফরোয়ার্ড পাস ধরা শেখ মোরসালিন শট নিলেও পোস্টে রাখতে পারেননি। ৭৪ মিনিটে তৃতীয় গোলটি আসে মেরকিয়েসের পা থেকে। বাঁ প্রান্তে কামারগোকে আটকানোর জন্য সামনে এগিয়ে যান সাদ উদ্দিন। তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে চুলচেরা এক পাস মেরকিয়েসের দিকে বাড়ান কামারগো। সেখান থেকে গোল করতে আর কোনো ভুল করেননি মেরকিয়েস।

৭৮ মিনিটে তাজ উদ্দিনের জায়গায় মাঠে নামেন জায়ান আহমেদ। বাঁ প্রান্ত দিয়ে প্রথম ক্রসেই অভিষেকে নিজের জাত চেনান এই লেফট ব্যাক। পুরো দলও তখন ফের উজ্জীবিত হতে শুরু করে। ৮৪ মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসের উপলক্ষ এনে দেন মোরসালিন। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক হংকংয়ের এক ফুটবলার হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও বল চলে ফাহামিদুলের কাছে। তাঁর ভলি তালুবন্দী করতে ব্যর্থ হন হংকং অধিনায়ক হুং ফাই। সামনেই থাকা মোরসালিন বলটি জালে পাঠাতে কোনো সময় ক্ষেপণ করেননি। ব্যবধান রূপ নেয় ৩-২-এ।

এরপর শুধু বাংলাদেশেরই আক্রমণের গল্প। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাহামিদুলের ক্রসে তপু বর্মণ মাথা ছোঁয়াতে পারলেই সমতায় আরও আগে ফিরতে পারত বাংলাদেশ। তবে খুব বেশি আর অপেক্ষা করা লাগেনি। নবম মিনিটে কর্নার থেকে হেডে শমিত শোমের গোলে ড্রয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু ফুটবলে শেষ মিনিট পর্যন্ত কী হয়, সেটা আন্দাজ করা মুশকিল। হংকং দিন শেষে হতাশ করেই ছাড়ল বাংলাদেশকে। যোগ করা সময়ের ১১ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস হেডে বিপদমুক্ত করতে চাইলেও পারেননি বাংলাদেশ ডিফেন্ডার শাকিল আহাদ তপু। নিজের হ্যাটট্রিক পূরণ করে হংকংকে জয় এনে দেন মেরকিয়েস। এমন হারের দায় কার!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত