আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এমনকি তারা এ বিষয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে’।
ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক!’
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে ‘স্বাগত’ জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন শক্ত প্রতিরক্ষার প্রস্তুতি নিতে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে।
পোস্টে আরও বলা হয়েছে, একই সঙ্গে সেনাপ্রধান অপহৃতদের উদ্ধার অভিযানে প্রস্তুতি নিতে বলেছেন সৈন্যদের। এই অভিযান সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে হামাস জানিয়েছে, তারা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায়, তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ‘ফিলিস্তিনি বন্দীদের তালিকা’ ইসরায়েলের কাছে জমা দিয়েছে।
হামাস জানিয়েছে, তারা এখন ‘চূড়ান্তভাবে নামগুলোর অনুমোদনের অপেক্ষায়’ আছে। এরপর বন্দীদের গণমাধ্যম দপ্তরের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে ঘোষণা করা হবে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এমনকি তারা এ বিষয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে’।
ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক!’
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে ‘স্বাগত’ জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন শক্ত প্রতিরক্ষার প্রস্তুতি নিতে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে।
পোস্টে আরও বলা হয়েছে, একই সঙ্গে সেনাপ্রধান অপহৃতদের উদ্ধার অভিযানে প্রস্তুতি নিতে বলেছেন সৈন্যদের। এই অভিযান সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে হামাস জানিয়েছে, তারা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায়, তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ‘ফিলিস্তিনি বন্দীদের তালিকা’ ইসরায়েলের কাছে জমা দিয়েছে।
হামাস জানিয়েছে, তারা এখন ‘চূড়ান্তভাবে নামগুলোর অনুমোদনের অপেক্ষায়’ আছে। এরপর বন্দীদের গণমাধ্যম দপ্তরের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে ঘোষণা করা হবে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং উদ্যোগ গ্রহণের জন্য পরিচিত ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মতরিচ এক নতুন বক্তব্য দিয়েছেন। তাঁর এই বক্তব্যের কারণে, সদ্য চুক্তিতে পরিণত হওয়া প্রথম ধাপের হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছে।
৩ ঘণ্টা আগেউচ্চপ্রযুক্তি পণ্যের উৎপাদনে অপরিহার্য উপাদান বিরল খনিজ রপ্তানির নীতিমালা আরও কঠোর করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ‘জাতীয় নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে’ ঘোষিত নতুন এই বিধিনিষেধগুলো প্রক্রিয়াকরণ প্রযুক্তি এবং অনুমোদনহীন বিদেশে সহযোগিতার বিষয়ে বিদ্যমান নিয়মগুলোকে আরও আনুষ্ঠানিকতা দিয়েছে।
৩ ঘণ্টা আগেগাজা থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরই আইডিএফের তরফ থেকে এই ঘোষণা এসেছে।
৪ ঘণ্টা আগেসৌদি আরব ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর সঙ্গে ১০ বিলিয়ন ডলারের সার্বভৌম ঋণ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে। এটি দেশটির অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার তহবিল সংগ্রহের অংশ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ঋণের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে।
৬ ঘণ্টা আগে