Ajker Patrika

গোলাগুলিতে দুজনের মৃত্যু, বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১: ০৪
গোলাগুলিতে দুজনের মৃত্যু, বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল 

ব্রাসেলসের কিং বাদুইন স্টেডিয়ামে ভালোই চলছিল ২০২৪ ইউরো বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেন ম্যাচ। ম্যাচের অর্ধেক শেষ হতে না হতেই শোনা যায় দুঃসংবাদ। ব্রাসেলসে বন্দুকধারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় বেলজিয়াম-সুইডেন ম্যাচ। 

সুইডেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, যে দুজন গুলিতে নিহত হয়েছেন, তাঁরা সুইডেনের জার্সি পরে ছিলেন। সুইডিশ সাংবাদিকেরা জানিয়েছেন, জাতীয় সংগীত শুরুর আগেই তাঁরা হামলা সম্পর্কে জানতে পেরেছেন। উয়েফাকে সুইডিশ ফুটবলাররা জানিয়েছেন, তাঁরা দ্বিতীয়ার্ধে খেলতে চাইছেন না। বেলজিয়ানরাও তাতে রাজি হয়েছেন। প্রথমার্ধে ম্যাচ যখন ১-১ সমতা হয়, তখনই ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়া হয়। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাসেলসে আজ সন্ধ্যায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই দলের সঙ্গে আলাপ-আলোচনা, স্থানীয় পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’ 

ম্যাচ বাতিলের ঘোষণা এলেও সুইডেনের ভক্ত-সমর্থকদের স্টেডিয়ামেই থাকতে বলা হয়েছে। ক্রাইসিস সেন্টার বেলজিয়াম টুইটারে এক পোস্টে বলেছে, ‘বেলজিয়াম-সুইডেন ম্যাচের ভক্ত-সমর্থকদের স্টেডিয়াম থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার আয়োজন করা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামে আরও অনেক তথ্য দেওয়া হবে। দয়া করে জরুরি সার্ভিসের নির্দেশগুলো মেনে চলুন।’ সুইডেনের সংবাদমাধ্যম অ্যাফটনব্লাডেটকে পার্নিলা ক্যালিফ নামের এক সুইডিশ ভক্ত বলেন, ‘আমি পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কিছু বুঝতে পারিনি। প্রত্যেকেই তাঁদের সুইডেনের জার্সি খুলে ফেলে সাধারণ পোশাক পরছিলেন। এটা সত্যিই ভীতিকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত