চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি।
গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’
আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি।
গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’
আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
২ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে