Ajker Patrika

চমক রেখে বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭: ৩৫
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ছবি: এএফপি
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ছবি: এএফপি

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।

স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক করে আজ বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তিনিই দলটির উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। টপ অর্ডারে থাকছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিংয়ের মতো ওপেনাররা। ও’ডাউড ও বিক্রমজিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট ১২২.২৭ ও ১১৪.১১। খণ্ডকালীন পেসার হিসেবেও কাজ করতে পারেন বিক্রমজিৎ। এদিকে বাঁহাতি পেসার ফ্লেচার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ ম্যাচে ১২ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন এই দুই ম্যাচ।

ব্যাটিং লাইনআপে বিক্রমজিৎ, ম্যাক্স ও’ডাউডের সঙ্গে থাকছেন তেজা নিদামানুরু, নোয়া ক্রোজের মতো ব্যাটাররা। স্পিন বোলিংয়ে অলরাউন্ডার আরিয়ান দত্তর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম ও লেগস্পিনার সারিজ আহমাদ। পেস বোলিং লাইনআপে বাঁহাতি পেসার ফ্লেচারের পাশাপাশি থাকছেন রায়ান ক্লেইন, কাইল ক্লেইন ও পল ফন মিকিরেন। ডাচ বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৪ উইকেট নিয়েছেন মিকিরেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৭৪ টি-টোয়েন্টিতে তিনি বোলিং করেছেন ৭.০৪ ইকোনমিতে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত