ক্রীড়া ডেস্ক
যতই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার থাকুন না কেন, হাতে ৪ উইকেট নিয়ে ২ ওভারে ৩৬ রানের সমীকরণ মেলানো চাট্টিখানি কথা নয়। কাইরন পোলার্ড আজ চেষ্টা করেছিলেন অসাধ্য সাধন করতে। তবে অল্পের জন্য পারলেন না সেই সমীকরণ মেলাতে। ৮ রানের জয়ে শীর্ষে উঠল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে এবার খেলতে নেমেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা। রুদ্ধশ্বাস জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন সাকিবরা। দুইয়ে থাকা সেন্ট লুসিয়া কিংসের পয়েন্ট ৩। তিন, চার ও পাঁচে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস প্রত্যেকেরই পয়েন্ট ২। বার্বাডোজ রয়্যালস ১ ম্যাচ খেললেও সেই ম্যাচ হারায় কোনো পয়েন্ট তারা পায়নি। ছয় দলের মধ্যে তারা এখন ছয় নম্বরে।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করা ত্রিনবাগো নাইট রাইডার্সের রান তুলতে থাকে ঢিমে তালে। রিকোয়ার্ড রানরেটের চাপে উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। একটা পর্যায়ে তাদের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৩ রান। যেখানে ১৩তম ওভারের তৃতীয় বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছেন ড্যারেন ব্রাভো (২)। সাকিব এই এক ওভারই বোলিং করেছেন। খরচ করেন কেবল ২ রান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৪৯৯।
৮৩ রানে ৪ উইকেট হারানোর পর ছয় নম্বরে নামেন পোলার্ড। অন্য প্রান্ত থেকে তেমন সাপোর্ট পাওয়ায় তাঁকে লড়তে হয় নিঃসঙ্গ শেরপার মতো। একটা পর্যায়ে শেষ ২ ওভারে ৩৬ রানের সমীকরণের সামনে এসে দাঁড়ায় ত্রিনবাগো। ১৯তম ওভারে অ্যান্টিগার বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে পিটিয়ে একাই ২২ রান নিয়েছেন পোলার্ড। তিনটি ছক্কা ও এক চার মেরেছেন।
পোলার্ডের ঝড়ে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ তৈরি হয় ত্রিনবাগোর জন্য। শেষ ওভার করতে আসা শামার স্প্রিঙ্গারের প্রথম বলে ১ রান নিয়ে পোলার্ডকে স্ট্রাইক দিলেন নাথান এডওয়ার্ড। কিন্তু পরের চার বলে পোলার্ড কোনো রানই নিতে পারলেন না। শেষ বলে ৪ মারলেও সেটা শুধু ত্রিনবাগোর হারের ব্যবধান কমাতে পেরেছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগোর ইনিংস। অ্যান্টিগার ৮ রানের জয়ে বাঁহাতি পেসার ম্যাকয় পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ৪ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৬৭ রান। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। সাত নম্বরে নেমে ২০ বলের ক্যামিও ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে সাকিব এই ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ। ১৩ বলে ১ চারে করেন ৭ রান। ত্রিনবাগোর এডওয়ার্ড, উসমান তারিক দুটি করে উইকেট পেয়েছেন।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের পরের ম্যাচ শনিবার। সেদিন বাংলাদেশ সময় ভোর ৫টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে অ্যান্টিগা-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ম্যাচ। এই ম্যাচেই হয়তো সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৬৫৮ উইকেট নিয়ে সবার ওপরে রশিদ খান। আফগানিস্তানের এই লেগস্পিনার এখন ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টির অন্তর্ভুক্ত।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারী
উইকেট
রশিদ খান ৬৫৮
ডোয়াইন ব্রাভো ৬৩১
সুনীল নারাইন ৫৯০
ইমরান তাহির ৫৪৯
সাকিব আল হাসান ৪৯৯
যতই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার থাকুন না কেন, হাতে ৪ উইকেট নিয়ে ২ ওভারে ৩৬ রানের সমীকরণ মেলানো চাট্টিখানি কথা নয়। কাইরন পোলার্ড আজ চেষ্টা করেছিলেন অসাধ্য সাধন করতে। তবে অল্পের জন্য পারলেন না সেই সমীকরণ মেলাতে। ৮ রানের জয়ে শীর্ষে উঠল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে এবার খেলতে নেমেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা। রুদ্ধশ্বাস জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন সাকিবরা। দুইয়ে থাকা সেন্ট লুসিয়া কিংসের পয়েন্ট ৩। তিন, চার ও পাঁচে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস প্রত্যেকেরই পয়েন্ট ২। বার্বাডোজ রয়্যালস ১ ম্যাচ খেললেও সেই ম্যাচ হারায় কোনো পয়েন্ট তারা পায়নি। ছয় দলের মধ্যে তারা এখন ছয় নম্বরে।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করা ত্রিনবাগো নাইট রাইডার্সের রান তুলতে থাকে ঢিমে তালে। রিকোয়ার্ড রানরেটের চাপে উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। একটা পর্যায়ে তাদের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৩ রান। যেখানে ১৩তম ওভারের তৃতীয় বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছেন ড্যারেন ব্রাভো (২)। সাকিব এই এক ওভারই বোলিং করেছেন। খরচ করেন কেবল ২ রান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৪৯৯।
৮৩ রানে ৪ উইকেট হারানোর পর ছয় নম্বরে নামেন পোলার্ড। অন্য প্রান্ত থেকে তেমন সাপোর্ট পাওয়ায় তাঁকে লড়তে হয় নিঃসঙ্গ শেরপার মতো। একটা পর্যায়ে শেষ ২ ওভারে ৩৬ রানের সমীকরণের সামনে এসে দাঁড়ায় ত্রিনবাগো। ১৯তম ওভারে অ্যান্টিগার বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে পিটিয়ে একাই ২২ রান নিয়েছেন পোলার্ড। তিনটি ছক্কা ও এক চার মেরেছেন।
পোলার্ডের ঝড়ে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ তৈরি হয় ত্রিনবাগোর জন্য। শেষ ওভার করতে আসা শামার স্প্রিঙ্গারের প্রথম বলে ১ রান নিয়ে পোলার্ডকে স্ট্রাইক দিলেন নাথান এডওয়ার্ড। কিন্তু পরের চার বলে পোলার্ড কোনো রানই নিতে পারলেন না। শেষ বলে ৪ মারলেও সেটা শুধু ত্রিনবাগোর হারের ব্যবধান কমাতে পেরেছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগোর ইনিংস। অ্যান্টিগার ৮ রানের জয়ে বাঁহাতি পেসার ম্যাকয় পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ৪ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৬৭ রান। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। সাত নম্বরে নেমে ২০ বলের ক্যামিও ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে সাকিব এই ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ। ১৩ বলে ১ চারে করেন ৭ রান। ত্রিনবাগোর এডওয়ার্ড, উসমান তারিক দুটি করে উইকেট পেয়েছেন।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের পরের ম্যাচ শনিবার। সেদিন বাংলাদেশ সময় ভোর ৫টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে অ্যান্টিগা-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ম্যাচ। এই ম্যাচেই হয়তো সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৬৫৮ উইকেট নিয়ে সবার ওপরে রশিদ খান। আফগানিস্তানের এই লেগস্পিনার এখন ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টির অন্তর্ভুক্ত।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারী
উইকেট
রশিদ খান ৬৫৮
ডোয়াইন ব্রাভো ৬৩১
সুনীল নারাইন ৫৯০
ইমরান তাহির ৫৪৯
সাকিব আল হাসান ৪৯৯
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল চার ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। হেরেছেও ২ ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ দল।
৩৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলী খুব একটা নিয়মিত নন। হবেন কী করে! মাঠের পারফরম্যান্সে নিজেকে তো সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর বিরাট কোহলি-রোহিত শর্মা এখন ব্যস্ত ওয়ানডে নিয়ে। ওয়ানডেতে রোহিত-কোহলি সবশেষ খেলেছেন এ বছরের ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
২ ঘণ্টা আগেসাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার।
২ ঘণ্টা আগে