Ajker Patrika

মিরপুর টেস্ট থেকে বাদ সাকিব, বিকল্প নাম ঘোষণা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৬: ২৫
মিরপুর টেস্ট থেকে বাদ সাকিব, বিকল্প নাম ঘোষণা

সাকিব আল হাসানকে নিয়েই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত তাঁর আর দেশে ফেরা হচ্ছে না। বাংলাদেশের তারকা ক্রিকেটারের পরিবর্তে নতুন এক ক্রিকেটারকে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   

এক বিবৃতিতে আজ বিসিবি সাকিবের বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।  দলে এসেছেন হাসান মুরাদ। বাংলাদেশের জার্সিতে দুই টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুটোই খেলেছিলেন গত বছর হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেটে। তবে টেস্ট ও ওয়ানডেতে একটা ম্যাচও খেলা হয়নি তাঁর। লাল বলের ক্রিকেটে অবশ্য মুরাদের ৩০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৩৬ উইকেটে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার। 

মিরপুর টেস্ট দিয়েই সাকিব ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন। তবে নানা ঘটনায় সেটা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে এখন আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞরা। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও কোনো টেস্ট খেলেননি জাকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি।

পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। হাসান চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। সাকিব না থাকায়  স্পিনের দায়িত্ব সামলাতে হবে  মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুরাদ, নাঈম হাসানদের। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। এই সিরিজে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। সেটার আগে পাকিস্তান সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ।

২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তারপর দুই দলকেই ভেন্যু পরিবর্তন করতে হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর হবে দ্বিতীয় টেস্ট। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত