ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হালান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের ৫৬ মিনিটে ফিল ফোডেনের সহায়তায় জাল বল জড়ান হাল। তাতেই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন এই নরওয়েজিয়ান। ৪৯ তম ম্যাচে এসে গোলের ফিফটি করলেন তিনি। ৬২ ম্যাচে ৫০ গোল করে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রুড ভ্যান নিস্টলরয়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদিদ্র তারকাকে পেছনে ফেললেও ইউেরাপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে হাল্যান্ড। ১৪১ গোল করে সবার ওপরে আছেন পর্তুগিজ তারকা।
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার বিশ্বাস–রোনালদোকে টপকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন হালান্ড। শিষ্য হিসেবে তার কাছে এমন আশা করাটাই স্বাভাবিক স্প্যানিশ কোচের জন্য। একই সঙ্গে বাস্তবতা যে কঠিন সেটাও মানছেন গার্দিওলা। রোনালদোকে পেছেনে ফেলে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হতে চাইলে আরও ৯২ গোল করতে হবে হাল্যান্ডকে। এই ফুটবলারের বর্তমান বয়স ২৫। ইনজুরির এড়িয়ে যেতে পারলে অনায়াসেই আরও ১০ বছর খেলে যেতে পারবেন তিনি। সেই সঙ্গে ফর্মটা ধরে রাখতে পারলে রোনালদোকে পেছনে ফেলাটা মোটেও কঠিন হবে না তার জন্য।
গার্দিওলা বলেন, ‘হালান্ডের মতো একজন ফুটবলারকে স্কোয়াডে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। সে নিস্টলরয়কে পেছনে ফেলেছে। সে রোনালদো ও মেসির মতো দুই ফুটবলারের কাতারেই আছে। গত ১৫–২০ বছর ধরে ওরা দুইজন দারুণ গতিতে এগিয়ে চলছে। ছন্দ ধরে রাখতে পারলে হাল্যান্ড চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড করতে পারবে। তবে ভুলে গেলে চলবে না যে কাজটা এতোটাও সহজ হবে না। যদি আরও ১০–১২ বছর খেলতে পারে, নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবেই সে রেকর্ডের মালিক হবে।’
চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হালান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের ৫৬ মিনিটে ফিল ফোডেনের সহায়তায় জাল বল জড়ান হাল। তাতেই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন এই নরওয়েজিয়ান। ৪৯ তম ম্যাচে এসে গোলের ফিফটি করলেন তিনি। ৬২ ম্যাচে ৫০ গোল করে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রুড ভ্যান নিস্টলরয়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদিদ্র তারকাকে পেছনে ফেললেও ইউেরাপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে হাল্যান্ড। ১৪১ গোল করে সবার ওপরে আছেন পর্তুগিজ তারকা।
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার বিশ্বাস–রোনালদোকে টপকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন হালান্ড। শিষ্য হিসেবে তার কাছে এমন আশা করাটাই স্বাভাবিক স্প্যানিশ কোচের জন্য। একই সঙ্গে বাস্তবতা যে কঠিন সেটাও মানছেন গার্দিওলা। রোনালদোকে পেছেনে ফেলে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হতে চাইলে আরও ৯২ গোল করতে হবে হাল্যান্ডকে। এই ফুটবলারের বর্তমান বয়স ২৫। ইনজুরির এড়িয়ে যেতে পারলে অনায়াসেই আরও ১০ বছর খেলে যেতে পারবেন তিনি। সেই সঙ্গে ফর্মটা ধরে রাখতে পারলে রোনালদোকে পেছনে ফেলাটা মোটেও কঠিন হবে না তার জন্য।
গার্দিওলা বলেন, ‘হালান্ডের মতো একজন ফুটবলারকে স্কোয়াডে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। সে নিস্টলরয়কে পেছনে ফেলেছে। সে রোনালদো ও মেসির মতো দুই ফুটবলারের কাতারেই আছে। গত ১৫–২০ বছর ধরে ওরা দুইজন দারুণ গতিতে এগিয়ে চলছে। ছন্দ ধরে রাখতে পারলে হাল্যান্ড চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড করতে পারবে। তবে ভুলে গেলে চলবে না যে কাজটা এতোটাও সহজ হবে না। যদি আরও ১০–১২ বছর খেলতে পারে, নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবেই সে রেকর্ডের মালিক হবে।’
সম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
৩৬ মিনিট আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
১ ঘণ্টা আগে‘এ’ গ্রুপ থেকে ভারত-পাকিস্তানের সুপার ফোরে ওঠা আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ‘বি’ গ্রুপ থেকে কারা উঠবে পরের রাউন্ডে। শেষ পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে লঙ্কানরা।
২ ঘণ্টা আগেএক সপ্তাহ না যেতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এবারও ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। যে দুবাইয়ে গত ১৪ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে ঘটে গেছে লঙ্কাকাণ্ড। এবার সূর্যকুমার যাদবের দলের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কড়া হুঁশিয়ারি করল পাকিস্তানকে।
৩ ঘণ্টা আগে