Ajker Patrika

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশে ফিরেই বল হাতে ঝলক দেখালেন নাসুম। ছবি: বিসিবি
একাদশে ফিরেই বল হাতে ঝলক দেখালেন নাসুম। ছবি: বিসিবি

একাদশে ফিরেই বাঁহাতি স্পিনে ঝলক দেখালেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানও ধরে রাখেন ধারাবাহিকতা। দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৩ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য পেয়ে বাংলাদেশের কখনো হারের অভিজ্ঞতা নেই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। একাদশে আসে দুই পরিবর্তন। শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় আসেন নাসুম ও তানজিম হাসান সাকিব।

আগেরদিন ঘুরে দাঁড়ানোর হুঙ্কার দেওয়া ডাচরা এবার দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৩০ রান আসে নয়ে নামা ব্যাটার আরিয়ান দত্তের ব্যাট থেকে। এছাড়া ওপেনার বিক্রমজিৎ সিং ২৪ ও শারিজ আহমেদ করেন ১২ রান। ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার নাসুমের। নেদার‍ল্যান্ডসের ব্যাটিং লাইনআপের ভাঙনটাও তাঁর হাত ধরে। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নেন এই ব্যাটার। এছাড়া দুটি করে উইকেট শিকার তাসকিন-মোস্তাফিজের। তানজিম ও মেহেদী হাসান নিয়েছেন একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আফগানিস্তানের পক্ষে ‘কাজ করছে’ আইসিসি, দাবি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো
পাকিস্তানে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

হঠাৎ করেই পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেটীয় সম্পর্কে ধরেছে ফাটল। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতই এর মূল কারণ। ফলশ্রুতিতে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দেশের রাষ্ট্রীয় যুদ্ধে জড়িয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।

এসিবির দাবি সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আরগুনে বেশ কিছু বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। যাঁদের মধ্যে আছেন তিন ক্রিকেটার হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ। এসিবি গতকাল ক্রিকেটার নিহতের ঘটনায় পোস্ট করে আইসিসির কাছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃঢ় ও সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। আইসিসিও স্বাগত জানিয়েছে এসিবিকে। ক্রিকেটের অভিভাবক সংস্থা পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রশ্ন তুলেছে পাকিস্তান সরকার। তাদের মতে আইসিসির এই বিবৃতি উদ্দেশ্যপ্রণোদিত।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারারের মতে, বিমান হামলা ও আফগান ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি কোনোরকম যাচাই বাছাই ছাড়াই দাবি করা হয়েছিল। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি গতকাল রাতে লিখেছেন, ‘তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন এক বিমান হামলায়। আইসিসি একটি বিতর্কিত ঘটনাকে সত্য বানিয়ে ফেলেছে। কোনো প্রমাণই নেই তাদের কাছে। পাকিস্তান এটাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। আইসিসির এই বক্তব্য দ্রুত সংশোধন করা উচিত।’

বিমান হামলার ঘটনা নিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, সেটা আইসিসি ও এসিবির যোগসাজশে তৈরি বলে দাবি করেন তারার। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আইসিসির বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জয় শাহ নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একই দাবি করেছেন। এরপর এসিবি যে পোস্ট দিয়েছে, তা আইসিসির পক্ষেই কথা বলছে। এই ঘটনাপ্রবাহ মূলত এক ধরনের সাজানো ঘটনা।’

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহতের ঘটনায় মোহাম্মদ নবি, রশিদ খানরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা (নবি-রশিদ) এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে। পাকিস্তান-জিম্বাবুয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজের অপর দল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে ১৭ নভেম্বর পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল দুইবার করে একে অন্যের মোকাবিলা করবে। টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ২৯ নভেম্বর হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কেন জ্বলছে বাংলাদেশ, রুবেলের প্রশ্ন

ক্রীড়া ডেস্ক    
সবশেষ আগুনের লেলিহান শিখায় পুড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। ছবি: সংগৃহীত
সবশেষ আগুনের লেলিহান শিখায় পুড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। ছবি: সংগৃহীত

গত কয়েকদিনে দেশে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষ আগুনের লেলিহান শিখায় পুড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার ঘটনায় মুখ খুললেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা। এরা সবাই ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। বাকি দুজনের চেয়ে রুবেলের পোস্ট একটু বেশিই নজর কেড়েছে সবার। সহমর্মিতা জানানোর পাশাপাশি কেন ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে সে প্রশ্ন জুড়ে দিয়েছেন এই ডানহাতি পেসার।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রুবেল লিখেছে, ‘একটা নয়, দুইটা নয়–পরপর তিনটা জায়গায় আগুন! প্রশ্নটা একটাই...কেন বাংলাদেশ জ্বলছে? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি–এত অন্যায়, এত দুর্নীতি, এত মৃত্যু... তারপরও কেন থাকি এখানে? উত্তর একটাই–মায়া, ভালোবাসা, মাটির গন্ধ আর এক টুকরো পতাকা! এই দেশটাই আমার নাড়ির টান, আমার অস্তিত্ব অবাক লাগে–এত বড় একটা জায়গায়, এত নিরাপত্তা এত ফ্যাসিলিটিস থাকার পরও এমন দুর্ঘটনা–সত্যিই ভাবার বিষয়! ভয় নয়, ভরসার বাংলাদেশ চাই আগুন নয়, আলোর বাংলাদেশ চাই।’

তামিম লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল উদ্যোক্তা ও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা। এই ক্ষতি সত্যিই ভয়াবহ। আল্লাহ আমাদের সকলকে এই বিপর্যয় সহ্য করার শক্তি ও সবর দান করুন।’

তাসকিনের বার্তা ছিল এমন, ‘ম্যাচ চলার সময় আকাশে আগুনের ধোঁয়া দেখেছিলাম, কিন্তু তখন বুঝিনি এর পেছনে লুকিয়ে আছে এমন ভয়াবহ এক ট্র্যাজেডি। কত স্বপ্ন, কত পরিশ্রম, কত উদ্যোক্তার আশা আজ সেই আগুনে পুড়ে নিভে গেল...এই কঠিন সময়ে হৃদয়ের গভীর সহমর্মিতা জানাই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে। আল্লাহ তায়ালা যেন তাদের ধৈর্য দান করেন এবং উত্তম প্রতিদান দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলি পেল পাকিস্তান–শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৪: ২৩
বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তাঁদের প্রতি সম্মান জানাতে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানরা। ছবি: এক্স:
বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তাঁদের প্রতি সম্মান জানাতে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানরা। ছবি: এক্স:

বিমান হামলায় তিন ক্রিকেটারসহ আরও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে আসে আফগানিস্তান। এরপরও থমকে যাচ্ছে না তিন দলের সিরিজটি। ইতিমধ্যে আফগানদের বদলি হিসেবে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে তারা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দাবি, সীমান্তবর্তী জেলা আরগুনে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ নামের তিন ক্রিকেটার। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্ত নেয় এসিবি।

আফগানিস্তান সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। দল খুঁজতে বেশি সময় নিল না পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনেনি তারা। একই সঙ্গে এসিবির সিদ্ধান্তেও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিসিবি।

গত মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে নিজেদের মাঠে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত এই সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চায় সংস্থাটি। বিমান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান সরে দাঁড়ালেও সিরিজ আয়োজনে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না পিসিবিকে।

রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ নভেম্বর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল দুবার করে একে অন্যের মোকাবিলা করবে। টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে তিন দলের সিরিজটির পর্দা নামবে।

তিন ক্রিকেটার নিহত হওয়ায় এসিবির পাশাপাশি পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ভিন্ন ভিন্ন বার্তা। রশিদ তো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকিই দিয়ে রেখেছেন। এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে ফাটল ধরছে সেটা বুঝতে আর বাকি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতের দুই ম্যাচ কীভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক    
ক্রিকেটে আজ ভারতের দুটি ম্যাচ আছে। ছবি: এক্স
ক্রিকেটে আজ ভারতের দুটি ম্যাচ আছে। ছবি: এক্স

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত। শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো এদিন ভারত মেয়ে দলেরও ম্যাচ আছে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এছাড়া মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে নামবে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

প্রথম ওয়ানডে

অস্ট্রেলিয়া-ভারত

সকাল ৯টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ৩

নারী ওয়ানডে বিশ্বকাপ

ভারত-ইংল্যান্ড

বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

ফুটবল

বিএফএল

ফকিরেরপুল-রহমতগঞ্জ

দুপুর ২টা ৪৫, সরাসরি

আবাহনী-ব্রাদার্স

দুপুর ২টা ৪৫, সরাসরি

পুলিশ-মোহামেডান

দুপুর ২টা ২৫, সরাসরি

টফি অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম-অ্যাস্টন ভিলা

সন্ধ্যা ৭টা, সরাসরি

লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড

রাত ৯টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত