ক্রীড়া ডেস্ক
একবার নয়, দুইবার নয়, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে তিনবার। প্রত্যেকবারই জিতেছে ভারত। কিন্তু চিত্রনাট্য একই হলেও কাহিনি তো এত সহজে শেষ হওয়ার নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপে হয়েছে নানা নাটকীয়তা।
দুবাইয়ে গত রাতে ভারত-পাকিস্তান ফাইনালের দিকে একবার তাকালেই সব স্পষ্ট বোঝা যাবে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তানের একটা পর্যায়ে স্কোর ছিল ১২.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান। কিন্তু যাদের নামের পাশে আনপ্রেডিক্টেবল ট্যাগ, তাদের ম্যাচে ‘টুইস্ট’ না থাকলে কী করে হয়! ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে সালমানের দল ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গেছে। পাকিস্তানের ব্যাটিং ধস নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক রিলস বানিয়েছে। কার্টুনের মতো করা সেই রিলসে দেখা গেছে, এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন আর গ্যালারিতে থাকা দর্শকেরা উল্লাস করছেন। পাকিস্তানের একেকটা উইকেট পতনের পর হেঁটে যাওয়া ব্যক্তি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না—পাঞ্জাব বোঝাতে চেয়েছে এমন কিছু। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, ‘সময়টাকে পুরোপুরি বদলে দিয়েছি।’
শুধু এই রিলসই নয়, ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর পাঞ্জাব কিংস একের পর এক পোস্ট দিয়েছে। যার মধ্যে তাদের একটি রিলস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই রিলসে দেখা যাচ্ছে, তিন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ, জিতেশ শর্মা, হারশিত রানা চোখের ইশারার মতো উদযাপন করছেন আর হাসছেন। তাঁদের সতীর্থ সঞ্জু স্যামসন সেটা দারুণ উপভোগ করেছেন। ভারতীয় ক্রিকেটারদের এই উদযাপন মূলত আবরার আহমেদকে লক্ষ্য করে করা। ১৩তম ওভারের তৃতীয় বলে আবরার আহমেদের বলে তুলে মারতে যান স্যামসন। এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দী করেছেন সাহিবজাদা ফারহান। স্যামসনের উইকেট নেওয়ার পর আবরার তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে করা উদযাপন ভারতের বিপক্ষে ফাইনালে ফিরিয়ে এনেছেন।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই বেশ চাপে পড়ে যায়। ৪ ওভারে ৩ উইকেটে ২০ রানে পরিণত হয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এমন অবস্থায় চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসনের সঙ্গে ৫০ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন তিলক ভার্মা। তিলক এরপর পঞ্চম উইকেটে শিবম দুবের সঙ্গে ৪০ বলে ৬০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। দুবের আউটের পর ব্যাটিংয়ে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন রিংকু সিং। রিংকু-তিলক এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। উদযাপন শুরু হয়ে যায় ভারতীয় ডাগআউটে।
৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থেকে শেষ করেছেন তিলক। তিনিই পেয়েছেন ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘একটু চাপ ছিল। তবে আমি উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য ছিল আমার। স্যামসন যে ইনিংস খেলেছে, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দুবের ব্যাটিং আমাকে ও দলের অনেক উপকার করেছে।’ টুর্নামেন্টসেরা পুরস্কার পেয়েছেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক অভিষেক শর্মা। ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইকরেটে করেন ৩১৪ রান। তিন ফিফটি করেছেন এবারের এশিয়া কাপে।
একবার নয়, দুইবার নয়, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে তিনবার। প্রত্যেকবারই জিতেছে ভারত। কিন্তু চিত্রনাট্য একই হলেও কাহিনি তো এত সহজে শেষ হওয়ার নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপে হয়েছে নানা নাটকীয়তা।
দুবাইয়ে গত রাতে ভারত-পাকিস্তান ফাইনালের দিকে একবার তাকালেই সব স্পষ্ট বোঝা যাবে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তানের একটা পর্যায়ে স্কোর ছিল ১২.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান। কিন্তু যাদের নামের পাশে আনপ্রেডিক্টেবল ট্যাগ, তাদের ম্যাচে ‘টুইস্ট’ না থাকলে কী করে হয়! ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে সালমানের দল ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গেছে। পাকিস্তানের ব্যাটিং ধস নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক রিলস বানিয়েছে। কার্টুনের মতো করা সেই রিলসে দেখা গেছে, এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন আর গ্যালারিতে থাকা দর্শকেরা উল্লাস করছেন। পাকিস্তানের একেকটা উইকেট পতনের পর হেঁটে যাওয়া ব্যক্তি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না—পাঞ্জাব বোঝাতে চেয়েছে এমন কিছু। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, ‘সময়টাকে পুরোপুরি বদলে দিয়েছি।’
শুধু এই রিলসই নয়, ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর পাঞ্জাব কিংস একের পর এক পোস্ট দিয়েছে। যার মধ্যে তাদের একটি রিলস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই রিলসে দেখা যাচ্ছে, তিন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ, জিতেশ শর্মা, হারশিত রানা চোখের ইশারার মতো উদযাপন করছেন আর হাসছেন। তাঁদের সতীর্থ সঞ্জু স্যামসন সেটা দারুণ উপভোগ করেছেন। ভারতীয় ক্রিকেটারদের এই উদযাপন মূলত আবরার আহমেদকে লক্ষ্য করে করা। ১৩তম ওভারের তৃতীয় বলে আবরার আহমেদের বলে তুলে মারতে যান স্যামসন। এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দী করেছেন সাহিবজাদা ফারহান। স্যামসনের উইকেট নেওয়ার পর আবরার তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে করা উদযাপন ভারতের বিপক্ষে ফাইনালে ফিরিয়ে এনেছেন।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই বেশ চাপে পড়ে যায়। ৪ ওভারে ৩ উইকেটে ২০ রানে পরিণত হয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এমন অবস্থায় চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসনের সঙ্গে ৫০ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন তিলক ভার্মা। তিলক এরপর পঞ্চম উইকেটে শিবম দুবের সঙ্গে ৪০ বলে ৬০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। দুবের আউটের পর ব্যাটিংয়ে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন রিংকু সিং। রিংকু-তিলক এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। উদযাপন শুরু হয়ে যায় ভারতীয় ডাগআউটে।
৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থেকে শেষ করেছেন তিলক। তিনিই পেয়েছেন ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘একটু চাপ ছিল। তবে আমি উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য ছিল আমার। স্যামসন যে ইনিংস খেলেছে, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দুবের ব্যাটিং আমাকে ও দলের অনেক উপকার করেছে।’ টুর্নামেন্টসেরা পুরস্কার পেয়েছেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক অভিষেক শর্মা। ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইকরেটে করেন ৩১৪ রান। তিন ফিফটি করেছেন এবারের এশিয়া কাপে।
চন্ডিকা হাথুরুসিংহে, জেমি সিডন্স, ফিল সিমন্স, মুশতাক আহমেদ, রাসেল ডমিঙ্গো, শন টেইট—বাংলাদেশ ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা অনেক বড়ই বটে। কিন্তু এই তালিকায় নেই ওয়াসিম আকরাম। এবার পাকিস্তানি এই কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
১ ঘণ্টা আগেপাঁজরের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। সেই দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি ওয়াসিম আকরামের।
৩ ঘণ্টা আগেবয়স ‘৫৯’ যেন তাঁর কাছে শুধুই সংখ্যা! তারুণ্যের আভা চোখেমুখে, ভারী ব্যক্তিত্বের সঙ্গে নায়কোচিত চলনবলন। এই এশিয়া কাপেও তিনি ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায়। দুবাইয়ের হোটেল তাজে ওয়াসিম আকরাম সময় দিলেন ভারত-পাকিস্তান ফাইনালের সকালে।
৪ ঘণ্টা আগেনানা নাটকীয়তায় গত রাতে দুবাইয়ে শেষ হয়েছে ২০২৫ এশিয়া কাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু একই টুর্নামেন্টে যখন ভারত-পাকিস্তান তিন বার মুখোমুখি হয়, তখন কাহিনি কি এত সহজে শেষ হয়!
৪ ঘণ্টা আগে