ক্রীড়া ডেস্ক
নানা নাটকীয়তায় গত রাতে দুবাইয়ে শেষ হয়েছে ২০২৫ এশিয়া কাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু একই টুর্নামেন্টে যখন ভারত-পাকিস্তান তিন বার মুখোমুখি হয়, তখন কাহিনি কি এত সহজে শেষ হয়!
গ্রুপ পর্ব, সুপার ফোরের মতো গতকালও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি সালমান আলী আঘার সঙ্গে। শুধু সালমান-সূর্যকুমারই নন, গত রাতে ফাইনাল শেষে ভারতীয় ক্রিকেটাররা একদিকে আর পাকিস্তানি ক্রিকেটাররা হেঁটে যান আরেক দিকে। করমর্দন না করার ঘটনা তো রয়েছেই। এমনকি ম্যাচ শেষে হয়েছে চরম নাটকীয়তা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহনিস নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। কারণ, নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন।
ভারতের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান। তাঁর মতে এখানে শুধু পাকিস্তানকে নয়, এমন কর্মকাণ্ডে পুরো ক্রিকেটকেই অসম্মান করা হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দেখুন, এই টুর্নামেন্টে যা হয়েছে সেটা হতাশাজনক। খেয়াল করে দেখুন। তারা করমর্দন করছে না। এগুলো দেখে মনে হতে পারে তারা অসম্মান করেছে আমাদের। কিন্তু তারা অসম্মান করেছে ক্রিকেটকেই। ক্রিকেটকে অসম্মান করার ব্যাপারটা কোনো না কোনো সময় সামনে আসবেই।’
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০২৫ এশিয়া কাপ জিতেছে ভারত। ম্যাচ শেষে ভারত শর্ত জুড়ে দেয়, মঞ্চে কোনোভাবেই থাকতে পারবেন না নাকভি। সেটা শুনে পিসিবি প্রধান রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। চ্যাম্পিয়ন ভারত পরে কোনো ট্রফি ছাড়াই ফটোসেশন করেছে। সালমান বলেন, ‘আজকে তারা যা করেছে, একটা ভালো দল কখনোই করে না। আমি একা গিয়ে ট্রফির সঙ্গে ফটোশুট করেছি। তারপর পদক নিয়েছি। আমি বাজে শব্দ ব্যবহার করতে চাইনা। কিন্তু এটা খুবই অসম্মানজনক খেলার জন্য।’
সালমানের সঙ্গে এবারের এশিয়া কাপে সূর্যকুমার একেবারে যে করমর্দন করেননি, ব্যাপারটা তা নয়। দুবাইয়ে গত রাতে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে সূর্যকুমার আমার সঙ্গে করমর্দন করেছিল। রেফারির মিটিংয়েও করেছিল। কিন্তু সবার সামনে করে না। তাকে হয়তো এমন নির্দেশনা দেওয়া আছে। সেগুলো মেনেই এমনটা করেছে।’
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এই তালিকায় দুইয়ে থাকা শ্রীলঙ্কা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার। পাকিস্তান এশিয়া কাপ জিতেছে ২ বার। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে রানার্সআপ হয়েছে দুইবার। এর আগে এই দুবাইয়েই শ্রীলঙ্কার কাছে হেরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি পাকিস্তানের।
নানা নাটকীয়তায় গত রাতে দুবাইয়ে শেষ হয়েছে ২০২৫ এশিয়া কাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু একই টুর্নামেন্টে যখন ভারত-পাকিস্তান তিন বার মুখোমুখি হয়, তখন কাহিনি কি এত সহজে শেষ হয়!
গ্রুপ পর্ব, সুপার ফোরের মতো গতকালও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি সালমান আলী আঘার সঙ্গে। শুধু সালমান-সূর্যকুমারই নন, গত রাতে ফাইনাল শেষে ভারতীয় ক্রিকেটাররা একদিকে আর পাকিস্তানি ক্রিকেটাররা হেঁটে যান আরেক দিকে। করমর্দন না করার ঘটনা তো রয়েছেই। এমনকি ম্যাচ শেষে হয়েছে চরম নাটকীয়তা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহনিস নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। কারণ, নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন।
ভারতের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান। তাঁর মতে এখানে শুধু পাকিস্তানকে নয়, এমন কর্মকাণ্ডে পুরো ক্রিকেটকেই অসম্মান করা হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দেখুন, এই টুর্নামেন্টে যা হয়েছে সেটা হতাশাজনক। খেয়াল করে দেখুন। তারা করমর্দন করছে না। এগুলো দেখে মনে হতে পারে তারা অসম্মান করেছে আমাদের। কিন্তু তারা অসম্মান করেছে ক্রিকেটকেই। ক্রিকেটকে অসম্মান করার ব্যাপারটা কোনো না কোনো সময় সামনে আসবেই।’
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০২৫ এশিয়া কাপ জিতেছে ভারত। ম্যাচ শেষে ভারত শর্ত জুড়ে দেয়, মঞ্চে কোনোভাবেই থাকতে পারবেন না নাকভি। সেটা শুনে পিসিবি প্রধান রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। চ্যাম্পিয়ন ভারত পরে কোনো ট্রফি ছাড়াই ফটোসেশন করেছে। সালমান বলেন, ‘আজকে তারা যা করেছে, একটা ভালো দল কখনোই করে না। আমি একা গিয়ে ট্রফির সঙ্গে ফটোশুট করেছি। তারপর পদক নিয়েছি। আমি বাজে শব্দ ব্যবহার করতে চাইনা। কিন্তু এটা খুবই অসম্মানজনক খেলার জন্য।’
সালমানের সঙ্গে এবারের এশিয়া কাপে সূর্যকুমার একেবারে যে করমর্দন করেননি, ব্যাপারটা তা নয়। দুবাইয়ে গত রাতে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে সূর্যকুমার আমার সঙ্গে করমর্দন করেছিল। রেফারির মিটিংয়েও করেছিল। কিন্তু সবার সামনে করে না। তাকে হয়তো এমন নির্দেশনা দেওয়া আছে। সেগুলো মেনেই এমনটা করেছে।’
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এই তালিকায় দুইয়ে থাকা শ্রীলঙ্কা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার। পাকিস্তান এশিয়া কাপ জিতেছে ২ বার। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে রানার্সআপ হয়েছে দুইবার। এর আগে এই দুবাইয়েই শ্রীলঙ্কার কাছে হেরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি পাকিস্তানের।
একবার নয়, দুইবার নয়, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে তিনবার। প্রত্যেকবারই জিতেছে ভারত। কিন্তু চিত্রনাট্য একই হলেও কাহিনি তো এত সহজে শেষ হওয়ার নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপে হয়েছে নানা নাটকীয়তা।
১ ঘণ্টা আগেপাঁজরের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। সেই দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি ওয়াসিম আকরামের।
২ ঘণ্টা আগেবয়স ‘৫৯’ যেন তাঁর কাছে শুধুই সংখ্যা! তারুণ্যের আভা চোখেমুখে, ভারী ব্যক্তিত্বের সঙ্গে নায়কোচিত চলনবলন। এই এশিয়া কাপেও তিনি ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায়। দুবাইয়ের হোটেল তাজে ওয়াসিম আকরাম সময় দিলেন ভারত-পাকিস্তান ফাইনালের সকালে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান নয়, দুবাইয়ে গতকাল ফাইনালটা হতে পারত বাংলাদেশ-ভারতের। ২৫ সেপ্টেম্বর অলিখিত সেমিফাইনাল জিতে বাংলাদেশের জন্য ফাইনাল খেলাটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বিদায়ে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হলো ভারত-পাকিস্তান ফাইনাল।
৩ ঘণ্টা আগে