Ajker Patrika

হারিসের চুক্তি বাতিল হওয়ায় পিসিবির ওপর ক্ষুব্ধ শাহিন

হারিসের চুক্তি বাতিল হওয়ায় পিসিবির ওপর ক্ষুব্ধ শাহিন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবমতম টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। টুর্নামেন্টকে ঘিরে যখন দেশটিতে উৎসবের আমেজ তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনায় শাহিন শাহ আফ্রিদি। 

শাহিনের সমালোচনা অবশ্য পিএসএলকে নিয়ে নয়। জাতীয় দলের সতীর্থ হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে না চাওয়ায় হারিসের চুক্তি বাতিল করে পিসিবি। সঙ্গে এ বছরের ৩০ জুন পর্যন্ত হারিসকে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেবে না বলে জানিয়েছে পিসিবি। 

তাই হারিসের চুক্তি বাতিল হওয়াটা মানতে পারছেন না শাহিন। পিএসএল শুরুর আগে এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘পিসিবির সিদ্ধান্তের বিষয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু সিদ্ধান্তটা এমন সময় এসেছে যখন এক দিন পরেই আমাদের ম্যাচ। মানসিকভাবে খুব শক্ত ছেলে হারিস। আশা করি, বিষয়টি তার ওপর প্রভাব ফেলবে না। আর পিসিবি সম্ভবত বুঝতে পারবে, এ সময়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না। হারিস ভালো করছে, সে সব সময় পাকিস্তানের জন্য খেলতে প্রস্তুত।’ 

শাহিন-হারিস শুধু জাতীয় দলে নন, পিএসএলেও দুজনে একই দলের হয়ে খেলেন। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিনের নেতৃত্বে তো সর্বশেষ দুইবারেই চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। টানা হ্যাটট্রিক শিরোপা জয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘দুবার জিতেছি। তৃতীয়বারও জিততে পারি, কেন নয়?’ সেই লক্ষ্যে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবেন শাহীনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত