ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে