ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
ত্রিনিদাদে গত রাতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ছিল বৃষ্টিবিঘ্নিত। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। পাকিস্তান তো বটেই, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান এখন পাঁচ নম্বরে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে এখন উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। উইন্ডিজের উন্নতিতে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাসদের দলের রেটিং পয়েন্ট ৭৭।
পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কা। ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে লঙ্কানরা। তারা এগিয়েছে এক ধাপ। সেরা দশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এ বছরের মার্চে তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে কিউইরা। অজিরা অবস্থান করছে তিন নম্বরে। ৯৬, ৯১ ও ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়, সাত ও আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ত্রিনিদাদে আগামীকাল হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই সিরিজ শেষেই বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে এশিয়া কাপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
আরও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
ত্রিনিদাদে গত রাতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ছিল বৃষ্টিবিঘ্নিত। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। পাকিস্তান তো বটেই, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান এখন পাঁচ নম্বরে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে এখন উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। উইন্ডিজের উন্নতিতে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাসদের দলের রেটিং পয়েন্ট ৭৭।
পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কা। ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে লঙ্কানরা। তারা এগিয়েছে এক ধাপ। সেরা দশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এ বছরের মার্চে তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে কিউইরা। অজিরা অবস্থান করছে তিন নম্বরে। ৯৬, ৯১ ও ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়, সাত ও আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ত্রিনিদাদে আগামীকাল হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই সিরিজ শেষেই বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে এশিয়া কাপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেনি, করেছে খোদ বিসিবি!
১ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৩ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৩ ঘণ্টা আগে