Ajker Patrika

বিশ্বকাপের পর ভারত-পাকিস্তান টেস্ট!

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৮: ৫৩
বিশ্বকাপের পর ভারত-পাকিস্তান টেস্ট!

সাদা বলের ক্রিকেটে এখন ভারত-পাকিস্তান প্রায় সময়ই মুখোমুখি হয়।তবে টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে না এই দুই প্রতিবেশী। গুঞ্জন চলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

ভারত-পাকিস্তান ২০০৭ সালে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছে। রাজনৈতিক বৈরিতায় টেস্ট তো দূরের কথা, সাদা বলের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়াতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচের সম্ভাবনার কথা বলেছেন সায়মন ও’ডোনেল। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখানে একটা টেস্ট ম্যাচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। এমনকি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ হতে পারে।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে। এই ম্যাচ নিয়ে ও’ডোনেল বলেন, ‘অসাধারণ ম্যাচ ছিল। ৯০ হাজার মানুষ নিরপেক্ষ ভেন্যুতে খেলা দেখেছে। অন্যরকম এক আবেগ ছিল।’

টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত