আজকের পত্রিকা ডেস্ক
স্যামসাংয়ের নতুন সফটওয়্যার আপডেট ওয়ান ইউআই ৮ পর্যায়ক্রমে আসছে। যদিও বিভিন্ন মডেলে ওয়ান ইউআই ৭-এর আপডেট দেওয়া সদ্য শেষ হয়েছে, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট ইতিমধ্যে পরবর্তী সংস্করণ নিয়ে এগিয়ে যাচ্ছে।
তবে দুঃখজনকভাবে, প্রতিবারের মতো এবারও কিছু ফোন আপডেটের আওতার বাইরে পড়বে। কারণ, এসব ডিভাইসের সফটওয়্যার আপডেট পাওয়ার সময়সীমা শেষ হয়ে গেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, তবে বিভিন্ন গুজব, বেটা অ্যাকসেস এবং অভ্যন্তরীণ টেস্টিংয়ের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই তালিকাটি সম্পূর্ণ নয় এবং এখনো অনেক ডিভাইস নিশ্চিত হয়নি। তাই স্যামসাং আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেবল সম্ভাবনার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ এখনো তাদের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ লাইন। ওয়ান ইউআই ৮ আপডেট পাওয়ার সম্ভাব্য ডিভাইসগুলো হলো—
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
আর যেসব ডিভাইসে এই আপডেট পেতে পারে—
গ্যালাক্সি এস ২১ সিরিজের বাকি ফোনগুলো আর ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না। তবে এস ২১ এফই কিছুটা ব্যতিক্রম, কারণ এটি পরে রিলিজ হয় এবং বেটা অ্যাকসেস পেয়েছে।
এদিকে স্যামসাংয়ের জেড সিরিজ তাদের সবচেয়ে দামি ফোল্ডেবল লাইন, যেখানে ডিভাইসের দাম ২ হাজার মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে। তাই ব্যবহারকারীরা যথার্থভাবেই সর্বশেষ সফটওয়্যার সাপোর্ট প্রত্যাশা করেন।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
গ্যালাক্সি জেড ফোল্ড ৩ হচ্ছে সর্বশেষ ফোন যা ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না, কারণ এটি ইতিমধ্যে চারটি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে।
যেসব স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজ পাবে ওয়ান ইউআই ৮
যারা বাজেট ও পারফরম্যান্সের সমন্বয় চায় তাদের জন্য উপযুক্ত স্যামসাংয়ের জনপ্রিয় মিড-রেঞ্জ সিরিজ ‘এ’
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এই সিরিজেও স্যামসাং তাদের সাত বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি সম্প্রসারণ করেছে।
স্যামসাংয়ের এম সিরিজ মূলত মধ্যবিত্ত এবং উদীয়মান বাজারের জন্য তৈরি।
গ্যালাক্সি এম ৩৪ ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে।
স্যামসাংয়ের ট্যাব সিরিজও ওয়ান ইউআই ৮ আপডেটের আওতায় আসবে।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এদিকে যেসব ট্যাব সামনে আসবে সেগুলোতেও এই আপডেট দেখা যেতে পারে—
আরও খবর পড়ুন:
স্যামসাংয়ের নতুন সফটওয়্যার আপডেট ওয়ান ইউআই ৮ পর্যায়ক্রমে আসছে। যদিও বিভিন্ন মডেলে ওয়ান ইউআই ৭-এর আপডেট দেওয়া সদ্য শেষ হয়েছে, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট ইতিমধ্যে পরবর্তী সংস্করণ নিয়ে এগিয়ে যাচ্ছে।
তবে দুঃখজনকভাবে, প্রতিবারের মতো এবারও কিছু ফোন আপডেটের আওতার বাইরে পড়বে। কারণ, এসব ডিভাইসের সফটওয়্যার আপডেট পাওয়ার সময়সীমা শেষ হয়ে গেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, তবে বিভিন্ন গুজব, বেটা অ্যাকসেস এবং অভ্যন্তরীণ টেস্টিংয়ের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই তালিকাটি সম্পূর্ণ নয় এবং এখনো অনেক ডিভাইস নিশ্চিত হয়নি। তাই স্যামসাং আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেবল সম্ভাবনার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ এখনো তাদের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ লাইন। ওয়ান ইউআই ৮ আপডেট পাওয়ার সম্ভাব্য ডিভাইসগুলো হলো—
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
আর যেসব ডিভাইসে এই আপডেট পেতে পারে—
গ্যালাক্সি এস ২১ সিরিজের বাকি ফোনগুলো আর ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না। তবে এস ২১ এফই কিছুটা ব্যতিক্রম, কারণ এটি পরে রিলিজ হয় এবং বেটা অ্যাকসেস পেয়েছে।
এদিকে স্যামসাংয়ের জেড সিরিজ তাদের সবচেয়ে দামি ফোল্ডেবল লাইন, যেখানে ডিভাইসের দাম ২ হাজার মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে। তাই ব্যবহারকারীরা যথার্থভাবেই সর্বশেষ সফটওয়্যার সাপোর্ট প্রত্যাশা করেন।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
গ্যালাক্সি জেড ফোল্ড ৩ হচ্ছে সর্বশেষ ফোন যা ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না, কারণ এটি ইতিমধ্যে চারটি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে।
যেসব স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজ পাবে ওয়ান ইউআই ৮
যারা বাজেট ও পারফরম্যান্সের সমন্বয় চায় তাদের জন্য উপযুক্ত স্যামসাংয়ের জনপ্রিয় মিড-রেঞ্জ সিরিজ ‘এ’
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এই সিরিজেও স্যামসাং তাদের সাত বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি সম্প্রসারণ করেছে।
স্যামসাংয়ের এম সিরিজ মূলত মধ্যবিত্ত এবং উদীয়মান বাজারের জন্য তৈরি।
গ্যালাক্সি এম ৩৪ ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে।
স্যামসাংয়ের ট্যাব সিরিজও ওয়ান ইউআই ৮ আপডেটের আওতায় আসবে।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এদিকে যেসব ট্যাব সামনে আসবে সেগুলোতেও এই আপডেট দেখা যেতে পারে—
আরও খবর পড়ুন:
আগামী বছর বাজারে আসছে নজিরবিহীন এক হাজার হার্টজ রিফ্রেশ রেটের একটি ই-স্পোর্টস মনিটর। চীনের জনপ্রিয় গেমিং ব্র্যান্ড অ্যান্টগেমার ও যুক্তরাষ্ট্রের কোম্পানি এএমডি মনিটরটি তৈরি করেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত ‘পিক নিউ প্রোডাক্টস অ্যান্ড ইকোলজিক্যাল কো-ক্রিয়েশন’ শীর্ষক সম্মেলনে এই উচ্চগতির রিফ্রেশ রেট...
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কোম্পানিগুলো খরচ কমানো ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্রুত গতিতে গ্রহণ করছে। তবে বেশির ভাগ প্রকল্পই কোনো বাস্তব ফল দিচ্ছে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ব্লুমফিল্ড কলেজ থেকে কম্পিউটার সায়েন্স ও গেম প্রোগ্রামিংয়ে ডিগ্রি পাওয়া আব্রাহাম রুবিও ছোট থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন। মাইনক্রাফট গেমে মড তৈরি করার শখ থেকে শুরু করে নিজের মড বানানোর ইচ্ছা তাঁকে কম্পিউটার কোডিংয়ের প্রতি আগ্রহী করে তোলে।
৭ ঘণ্টা আগেসাধারণত গালি দেওয়া বা বোমা তৈরির উপায়ের মতো ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল তথ্য দেয় না কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটগুলো। তবে সঠিক মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করলে, কিছু এলএলএম (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) নিজস্ব নিয়ম ভেঙে ফেলতে পারে।
৮ ঘণ্টা আগে