নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে গতকাল ১২ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারতের। নিজেরা ফাইনালের টিকিট পেলেও তাদের প্রতিপক্ষ হিসেবে কোন দল আহমেদাবাদে থাকবে, তা আজ জানা যাবে।
তবে ভারত কি আজ সত্যি জানতে পারবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী আজকেই ফাইনালিস্টের নাম জানার কথা, কিন্তু মনে এই সন্দেহর কারণ বৃষ্টি। কেননা, ইডেন গার্ডেনসে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্টদের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও বেরসিক বৃষ্টির সঙ্গে লড়তে হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশও মুখ ভার করে আছে। এখনো বৃষ্টি শুরু না হলেও ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ম্যাচ চলাকালীন ২৫ ভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৯ ভাগ।
এতে করে দ্বিতীয় সেমিফাইনাল আজ শেষ না হলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চিন্তার কোনো কারণ নেই। সেমির জন্য রিজার্ভ ডে রয়েছে। তবে আগামীকালও দুই দলের চিন্তার কারণ থাকবে বৃষ্টি। কেননা, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা আজকের থেকে দ্বিগুণ, অর্থাৎ ৫০ ভাগ।
শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেও যদি ম্যাচের ফল না হয়, তাহলে পয়েন্টের হিসেবে ফাইনাল দল চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এবার বৃষ্টিভাগ্য দক্ষিণ আফ্রিকার পক্ষেই থাকবে। অস্ট্রেলিয়ার সমান ১৪ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল প্রোটিয়ারা। সেদিক থেকে আহমেদাবাদের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবে তারা। সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা। অথচ, ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে বৃষ্টির কবলে পড়েই টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছিল তারা।
নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে গতকাল ১২ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারতের। নিজেরা ফাইনালের টিকিট পেলেও তাদের প্রতিপক্ষ হিসেবে কোন দল আহমেদাবাদে থাকবে, তা আজ জানা যাবে।
তবে ভারত কি আজ সত্যি জানতে পারবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী আজকেই ফাইনালিস্টের নাম জানার কথা, কিন্তু মনে এই সন্দেহর কারণ বৃষ্টি। কেননা, ইডেন গার্ডেনসে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্টদের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও বেরসিক বৃষ্টির সঙ্গে লড়তে হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশও মুখ ভার করে আছে। এখনো বৃষ্টি শুরু না হলেও ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ম্যাচ চলাকালীন ২৫ ভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৯ ভাগ।
এতে করে দ্বিতীয় সেমিফাইনাল আজ শেষ না হলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চিন্তার কোনো কারণ নেই। সেমির জন্য রিজার্ভ ডে রয়েছে। তবে আগামীকালও দুই দলের চিন্তার কারণ থাকবে বৃষ্টি। কেননা, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা আজকের থেকে দ্বিগুণ, অর্থাৎ ৫০ ভাগ।
শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেও যদি ম্যাচের ফল না হয়, তাহলে পয়েন্টের হিসেবে ফাইনাল দল চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এবার বৃষ্টিভাগ্য দক্ষিণ আফ্রিকার পক্ষেই থাকবে। অস্ট্রেলিয়ার সমান ১৪ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল প্রোটিয়ারা। সেদিক থেকে আহমেদাবাদের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবে তারা। সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা। অথচ, ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে বৃষ্টির কবলে পড়েই টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছিল তারা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে