ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান ‘যুদ্ধের’ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটির সমাধান দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে অন্য সমস্যায় পড়ল পাকিস্তান। দেশটির এক স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। স্টেডিয়ামগুলোর আপগ্রেডের কাজ এবং পুনঃসংস্কারের কাজের দিকে যখন সবাই তাকিয়ে, তখন কাজে ধীরগতির ব্যাপারটা নজরে এসেছে। দফায় দফায় করাচি স্টেডিয়ামের কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হলেও সেটা অসম্পূর্ণ থেকেই গেল। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম দফায় গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। দ্বিতীয়বার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করা গেল না সংস্কার কাজ।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে পিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। একই বছরের জুলাইয়ে পিসিবি সভাপতির অনুমতি পাওয়ার পর সংস্কার কাজ শুরু হয়। পাঁচ তলা বিল্ডিংয়ের অবকাঠামোগত কাজ শেষ হলেও প্রত্যেক তলার ফিনিশিং কাজ বাকি রয়েছে। প্রস্তাবিত সংস্কার কাজের পরিকল্পনার মধ্যে প্রথম তলায় আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিং বিরোধী ইউনিটের জন্য কক্ষ বানানোর ব্যাপার রয়েছে। একই তলায় ম্যাচ কর্মকর্তাদের জন্য কক্ষ তৈরির ব্যাপার রয়েছে। দ্বিতীয় তলায় দুইটা ড্রেসিংরুম বানানোর পরিকল্পনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় হসপিটালিটি বক্স বানানোর পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের জন্য একটি কক্ষ বানানোর পরিকল্পনা রয়েছে পাঁচ তলায়।
পাঁচ তলা অবকাঠামোর পাশাপাশি পুরোনো স্কোরবোর্ডের পরিবর্তে নতুন ডিজিটাল স্ক্রিন বানানোর পরিকল্পনাও রয়েছে সেখানে। আধুনিক এলইডি লাইট বসানোর পরিকল্পনা ছিল প্রথমবারই। মাঠের চারপাশের বেড়া সরানোর কাজ অবশ্য আগেভাগে শুরু হয়েছে। পুনঃসংস্কার কাজের বাজেট ৩৫০ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকা।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে আমিরাতের দুবাইয়ে। করাচিতে উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচ হবে। ২১ ফেব্রুয়ারি ও ১ মার্চ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটি হবে করাচিতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান ‘যুদ্ধের’ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটির সমাধান দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে অন্য সমস্যায় পড়ল পাকিস্তান। দেশটির এক স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। স্টেডিয়ামগুলোর আপগ্রেডের কাজ এবং পুনঃসংস্কারের কাজের দিকে যখন সবাই তাকিয়ে, তখন কাজে ধীরগতির ব্যাপারটা নজরে এসেছে। দফায় দফায় করাচি স্টেডিয়ামের কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হলেও সেটা অসম্পূর্ণ থেকেই গেল। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম দফায় গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। দ্বিতীয়বার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করা গেল না সংস্কার কাজ।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে পিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। একই বছরের জুলাইয়ে পিসিবি সভাপতির অনুমতি পাওয়ার পর সংস্কার কাজ শুরু হয়। পাঁচ তলা বিল্ডিংয়ের অবকাঠামোগত কাজ শেষ হলেও প্রত্যেক তলার ফিনিশিং কাজ বাকি রয়েছে। প্রস্তাবিত সংস্কার কাজের পরিকল্পনার মধ্যে প্রথম তলায় আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিং বিরোধী ইউনিটের জন্য কক্ষ বানানোর ব্যাপার রয়েছে। একই তলায় ম্যাচ কর্মকর্তাদের জন্য কক্ষ তৈরির ব্যাপার রয়েছে। দ্বিতীয় তলায় দুইটা ড্রেসিংরুম বানানোর পরিকল্পনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় হসপিটালিটি বক্স বানানোর পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের জন্য একটি কক্ষ বানানোর পরিকল্পনা রয়েছে পাঁচ তলায়।
পাঁচ তলা অবকাঠামোর পাশাপাশি পুরোনো স্কোরবোর্ডের পরিবর্তে নতুন ডিজিটাল স্ক্রিন বানানোর পরিকল্পনাও রয়েছে সেখানে। আধুনিক এলইডি লাইট বসানোর পরিকল্পনা ছিল প্রথমবারই। মাঠের চারপাশের বেড়া সরানোর কাজ অবশ্য আগেভাগে শুরু হয়েছে। পুনঃসংস্কার কাজের বাজেট ৩৫০ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকা।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে আমিরাতের দুবাইয়ে। করাচিতে উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচ হবে। ২১ ফেব্রুয়ারি ও ১ মার্চ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটি হবে করাচিতে।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
১৪ মিনিট আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
১ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগে