Ajker Patrika

কঠিন সময়ে বাবরের মুখে হাসি ফোটালেন হাসান আলীর মেয়ে

কঠিন সময়ে বাবরের মুখে হাসি ফোটালেন হাসান আলীর মেয়ে

আজকের জন্মদিনের আনন্দটা দ্বিগুণ হতে পারত বাবর আজমের। কিন্তু তা না হয়ে উল্টো ২৯ বসন্তের দিনটা কঠিনই যাচ্ছে তাঁর। গতকাল বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনিসহ তাঁর দল। এসবের মধ্যে আবার বিরাট কোহলির কাছে জার্সি নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

এমন কঠিন সময়ে তাই হয়তো জন্মদিনের বিশেষ কোনো আয়োজনও রাখেননি বাবর। তাই বলে তাঁকে শুভেচ্ছা জানানো বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। প্রযুক্তির কল্যাণে অনেকে সামাজিক মাধ্যমে পাকিস্তানের অধিনায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু তাঁকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে ব্যতিক্রম একজন। আর সে হচ্ছে ২ বছর বয়সী ছোট্ট শিশু হেলেনা হাসান। পাকিস্তানি পেসার হাসান আলীর মেয়ে। 

বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের অধিনায়কের রুমের সামনে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করেন হেলেনা। ২৯ বছর বয়সী ব্যাটার দরজা খুললে হাতে ফুলের তোড়া দেন ছোট্ট শিশুটি। এরপর দ্রুত দৌড়ে চলে যায় সে। বাবর দুই হাত বাড়িয়ে হাসিমুখে ডাক দিলে সে ফিরে এসে আলিঙ্গন করে। পাকিস্তানি ব্যাটার তখন আদুরে চুমু এঁকে দেন ছোট্ট হেলেনার গালে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। 

ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন মোহাম্মদ নওয়াজও। পাকিস্তানি অলরাউন্ডার ক্যাপশনে লিখেছেন, ‘বাবর আজমকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হাসান আলীর মেয়ে হেলেনা হাসান। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত