Ajker Patrika

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২: ৩৪
অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ

শেষ পর্যন্ত ওয়ানডেতে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ব্রিজটাউনে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানরা। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। 

এক দিনের ক্রিকেটে ৯ ম্যাচ পর জয় পেল ক্যারিবিয়ানরা। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতে ধবলধোলাই হয়েছিল উইন্ডিজ। সেই ক্ষত নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তারা। তবে এবার অতীতের পুনরাবৃত্তি হয়নি। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল উইন্ডিজ। 

২০১৪ সালের জুনে হ্যামিল্টনে শেষবার নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিল ক্যারিবিয়ানরা। ৮ বছর পর পেল আরেকটি জয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও আলঝারি জোসেফ। ২ উইকেট নেন জেসন হোল্ডার। 

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শামারা ব্রুকসের ফিফটিতে ৩৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ৫ উইকেটে ১৯৩ রান করে তারা। ৭৯ রান করেন ব্রুকস। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ২টি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত