চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে আইসিসির কোনো ইভেন্টের দল ঘোষণায় চমক দেখিয়ে আসছে নিউজিল্যান্ড। কখনো তারা পরিবারের সদস্যের দিয়ে, কখনোবা শিশুদের দিয়ে টুর্নামেন্টের দল ঘোষণা করছে কিউইরা। এবার অধিনায়ক একাই ঘোষণা করলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ১৫ ক্রিকেটারের নাম।
চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণার শেষ সময় আজ। বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড নির্ধারিত সময়ের আগেই তাদের দল ঘোষণা করেছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টা ৫ মিনিটে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা গেছে, দর্শকশূন্য গ্যালারির একটি সিটে বসেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড অধিনায়ক তখন বলেন, ‘আমি মিচেল স্যান্টনার এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য এটাই আমাদের দল।’ এরপর তিনি বাকি ১৪ সতীর্থের নাম বললেন। ভিডিওর শেষে বললেন, ‘আমি সেখানে থাকব।’
স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলটা ভারসাম্যপূর্ণই বলা যায়। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ কেইন উইলিয়ামসনের সঙ্গে থাকছেন ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। খণ্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে কার্যকরী হতে পারেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ফিল্ডিংটা আর নতুন করে না বললেও চলছে। সঙ্গে থাকছে রাচীনের বাঁহাতের ঘূর্ণি। মিচেলের পেস বোলিংটাও পাকিস্তান, আমিরাতের মতো কন্ডিশনে কাজে দিতে পারে।
অলরাউন্ডারদের তালিকায় স্যান্টনার-ফিলিপসদের সঙ্গে থাকছেন মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথরা। ঘূর্ণিজাদুতে ব্যাটারদের রান আটকে রাখায় ব্রেসওয়েল পারদর্শী। পেস বোলিং অলরাউন্ডার স্মিথ খেলেছেন ৫ ওয়ানডে। পেস বোলিং আক্রমণে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসনের সঙ্গে থাকছেন বেন সিয়ার্স, উইলিয়াম ও’রুর্কের মতো তরুণেরা। যাঁদের মধ্যে স্মিথ, সিয়ার্স, ও’রুর্ক প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছেন।
কনওয়ে, লাথাম দুই উইকেটরক্ষক ব্যাটার থাকলেও টুর্নামেন্টে লাথামের হাতেই গ্লাভস থাকার সম্ভাবনা বেশি। লাথাম গত কয়েক বছর উইকেটরক্ষকের কাজটা করে আসছেন। চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়ে ওয়ানডেতে কনওয়ে, উইলিয়ামসন ফিরছেন ১৪ মাস পর। সবশেষ তাঁরা ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটা দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ পাবে কিউইরা। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি হবে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশের বিপক্ষে কিউইরা ২৪ ফেব্রুয়ারি খেলবে রাওয়ালপিন্ডিতে। ২ মার্চ দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচীন রবীন্দ্র, উইল ইয়ং, টম লাথাম, উইলিয়াম ও’রুর্ক, বেন সিয়ার্স, লকি ফার্গুসন
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে আইসিসির কোনো ইভেন্টের দল ঘোষণায় চমক দেখিয়ে আসছে নিউজিল্যান্ড। কখনো তারা পরিবারের সদস্যের দিয়ে, কখনোবা শিশুদের দিয়ে টুর্নামেন্টের দল ঘোষণা করছে কিউইরা। এবার অধিনায়ক একাই ঘোষণা করলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ১৫ ক্রিকেটারের নাম।
চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণার শেষ সময় আজ। বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড নির্ধারিত সময়ের আগেই তাদের দল ঘোষণা করেছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টা ৫ মিনিটে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা গেছে, দর্শকশূন্য গ্যালারির একটি সিটে বসেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড অধিনায়ক তখন বলেন, ‘আমি মিচেল স্যান্টনার এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য এটাই আমাদের দল।’ এরপর তিনি বাকি ১৪ সতীর্থের নাম বললেন। ভিডিওর শেষে বললেন, ‘আমি সেখানে থাকব।’
স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলটা ভারসাম্যপূর্ণই বলা যায়। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ কেইন উইলিয়ামসনের সঙ্গে থাকছেন ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। খণ্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে কার্যকরী হতে পারেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ফিল্ডিংটা আর নতুন করে না বললেও চলছে। সঙ্গে থাকছে রাচীনের বাঁহাতের ঘূর্ণি। মিচেলের পেস বোলিংটাও পাকিস্তান, আমিরাতের মতো কন্ডিশনে কাজে দিতে পারে।
অলরাউন্ডারদের তালিকায় স্যান্টনার-ফিলিপসদের সঙ্গে থাকছেন মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথরা। ঘূর্ণিজাদুতে ব্যাটারদের রান আটকে রাখায় ব্রেসওয়েল পারদর্শী। পেস বোলিং অলরাউন্ডার স্মিথ খেলেছেন ৫ ওয়ানডে। পেস বোলিং আক্রমণে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসনের সঙ্গে থাকছেন বেন সিয়ার্স, উইলিয়াম ও’রুর্কের মতো তরুণেরা। যাঁদের মধ্যে স্মিথ, সিয়ার্স, ও’রুর্ক প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছেন।
কনওয়ে, লাথাম দুই উইকেটরক্ষক ব্যাটার থাকলেও টুর্নামেন্টে লাথামের হাতেই গ্লাভস থাকার সম্ভাবনা বেশি। লাথাম গত কয়েক বছর উইকেটরক্ষকের কাজটা করে আসছেন। চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়ে ওয়ানডেতে কনওয়ে, উইলিয়ামসন ফিরছেন ১৪ মাস পর। সবশেষ তাঁরা ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটা দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ পাবে কিউইরা। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি হবে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশের বিপক্ষে কিউইরা ২৪ ফেব্রুয়ারি খেলবে রাওয়ালপিন্ডিতে। ২ মার্চ দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচীন রবীন্দ্র, উইল ইয়ং, টম লাথাম, উইলিয়াম ও’রুর্ক, বেন সিয়ার্স, লকি ফার্গুসন
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে