ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে