‘অভিমানী’ প্লুটোর গল্প
সৌরজগতের গ্রহ কয়টি? নব্বইয়ের দশকে এমন প্রশ্নের চটজলদি উত্তর ছিল ‘৯টি’। সে সময় যে শিশুটি ছবি এঁকেছে তার আঁকুনিতে সূর্যকে ঘিরে ৯টি গ্রহ-ই ছিল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এখনকার শিশুরা পাল্টা প্রশ্ন করে—প্লুটো কোথায় গেল? ঘুম পাড়ানি গল্পের মতো মা তাকে বুঝিয়ে দেয়