বিজ্ঞান ডেস্ক
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
মানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
৯ ঘণ্টা আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
১২ ঘণ্টা আগেনতুন এক বৈপ্লবিক তত্ত্ব দিয়ে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন একদল পদার্থবিদ। তাঁদের দাবি, মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থেকেই সৃষ্টি হয়েছে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২ দিন আগে