বিজ্ঞান ডেস্ক
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা স্মৃতিবর্ধক ওষুধ নিয়ে কাজ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচার কমিউনিকেশনে এই বিষয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিভাবে স্মৃতি বৃদ্ধি করতে হবে কীভাবে তা এই প্রবন্ধে দেখানো হয়েছে। এই প্রবন্ধে প্রকাশিত নতুন গবেষণা থেকে জানা গেছে, মেমোরি ইনসানের জন্য মস্তিষ্কে মূলত কোনো নিউর্যাল সার্কিটের রিসেপ্টরগুলোকে মেমোরি বর্ধক ওষুধগুলো টার্গেট করে।
স্মৃতি হারানো মস্তিষ্কের অনেকগুলো রোগের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মধ্যে আছে সিজোফ্রেনিয়া, আলঝেইমারস প্রভৃতি।এই ক্ষেত্রে বর্তমানে যে চিকিৎসা সুবিধা আছে তা বেশ সীমিত। এই গবেষণা এ ক্ষেত্রে চিকিৎসা সুবিধার পরিধি বাড়াবে।
আন্তর্জাতিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোসেই হেপটেয়ারস এই গবেষণাকার্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সোসেই হেপটেয়ারস এই গবেষণায় অর্থনৈতিক এবং কিছু প্রযুক্তিগত সুবিধা দিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়কে।
গবেষণায় বলা হয়, মস্তিষ্কে নতুন কিছু শেখার সময় অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এই অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার নতুন স্মৃতি অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
কোন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলে অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার রিলিজ হয় তা গবেষণায় জানা জরুরি ছিল। কারণ এর আগে বড় একটি অঞ্চলকে কেন্দ্র করে কাজ করত মেমোরি বর্ধক ওষুধগুলো । ফলে অন্য রিসেপ্টরে বাইন্ড হওয়ার কারণে সাইড ইফেক্ট দেখা দিত। এই অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটারগুলো হিপোক্যাম্পাসে স্মৃতি তৈরির সার্কিটগুলোতে তথ্য পাঠানোর কাজ করে থাকে। এই কাজটি কীভাবে হয় সেটিও এই গবেষক দল তুলে ধরেন।
নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই প্রবন্ধের প্রধান লেখক প্রফেসর জ্যাক মেলোর। তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিন্যাপটিক প্ল্যাস্টিসিটিতে কাজ করেন।এদিকে আন্তর্জাতিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোসেই হেপটেয়ারস এর পক্ষ থেকে ড. মাইলস কনগ্রেভ কাজ করছেন এই গবেষণাকার্যে। তিনি সোসেই হেপটেয়ারস এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা স্মৃতিবর্ধক ওষুধ নিয়ে কাজ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচার কমিউনিকেশনে এই বিষয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিভাবে স্মৃতি বৃদ্ধি করতে হবে কীভাবে তা এই প্রবন্ধে দেখানো হয়েছে। এই প্রবন্ধে প্রকাশিত নতুন গবেষণা থেকে জানা গেছে, মেমোরি ইনসানের জন্য মস্তিষ্কে মূলত কোনো নিউর্যাল সার্কিটের রিসেপ্টরগুলোকে মেমোরি বর্ধক ওষুধগুলো টার্গেট করে।
স্মৃতি হারানো মস্তিষ্কের অনেকগুলো রোগের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মধ্যে আছে সিজোফ্রেনিয়া, আলঝেইমারস প্রভৃতি।এই ক্ষেত্রে বর্তমানে যে চিকিৎসা সুবিধা আছে তা বেশ সীমিত। এই গবেষণা এ ক্ষেত্রে চিকিৎসা সুবিধার পরিধি বাড়াবে।
আন্তর্জাতিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোসেই হেপটেয়ারস এই গবেষণাকার্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সোসেই হেপটেয়ারস এই গবেষণায় অর্থনৈতিক এবং কিছু প্রযুক্তিগত সুবিধা দিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়কে।
গবেষণায় বলা হয়, মস্তিষ্কে নতুন কিছু শেখার সময় অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এই অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার নতুন স্মৃতি অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
কোন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলে অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটার রিলিজ হয় তা গবেষণায় জানা জরুরি ছিল। কারণ এর আগে বড় একটি অঞ্চলকে কেন্দ্র করে কাজ করত মেমোরি বর্ধক ওষুধগুলো । ফলে অন্য রিসেপ্টরে বাইন্ড হওয়ার কারণে সাইড ইফেক্ট দেখা দিত। এই অ্যাসেটাইলকোলিন নিউরোট্রান্সমিটারগুলো হিপোক্যাম্পাসে স্মৃতি তৈরির সার্কিটগুলোতে তথ্য পাঠানোর কাজ করে থাকে। এই কাজটি কীভাবে হয় সেটিও এই গবেষক দল তুলে ধরেন।
নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই প্রবন্ধের প্রধান লেখক প্রফেসর জ্যাক মেলোর। তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিন্যাপটিক প্ল্যাস্টিসিটিতে কাজ করেন।এদিকে আন্তর্জাতিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোসেই হেপটেয়ারস এর পক্ষ থেকে ড. মাইলস কনগ্রেভ কাজ করছেন এই গবেষণাকার্যে। তিনি সোসেই হেপটেয়ারস এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
বহু দশক ধরে ভিনগ্রহের প্রাণীর খোঁজে মহাকাশের দূর–দুরান্তে পর্যবেক্ষণ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। অজানা গ্রহ, দূরবর্তী নক্ষত্রপুঞ্জ—সবখানে চলছে প্রাণের সম্ভাবনার সন্ধান। তবে সাম্প্রতিক এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, এত দূরে নজর না দিলেও হবে।
৭ ঘণ্টা আগেনক্ষত্রের অভ্যন্তরীণ গঠন আসলে কেমন হয় তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেয়। তাদের এই বিষয় নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে এবার এক সুপারনোভার বিস্ফোরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা আসলেই জানতে পারলেন একটি বিশাল তারার অন্তর্গঠন।
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের চারপাশে এক নতুন চাঁদ আবিষ্কৃত হয়েছে। তবে এটি এতটাই ছোট যে, এক ব্যক্তি দুই ঘণ্টার মধ্যে এর পুরো পরিধি হাঁটতে পারবেন।
৩ দিন আগেমহাকাশ গবেষণা মাঝেমধ্যে এমন তথ্য সামনে এনে দেয়, যা বিজ্ঞানীদেরও চমকে দেয়। অনেকে ভাবেন, আমাদের সৌরজগৎ মানে কয়েকটি গ্রহ আর অনেক শূন্য জায়গা। তবে নতুন গবেষণা বলছে, আমরা এক গরম ও কম ঘনত্বের অঞ্চলে বাস করছি, যা আশপাশের নক্ষত্রদের সঙ্গে ‘মহাজাগতিক সুড়ঙ্গের’ মাধ্যমে যুক্ত।
৪ দিন আগে