এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে আর মনে করতে পারছেন না কেন এসেছেন? বিশেষ করে রান্না ঘরে গিয়ে ফ্রিজের দরজা খোলার পর কোনোভাবেই আর মনে আসছে না কেন খুলেছেন? এমনটি হয় অনেক সময়ই! আবার কথার মাঝে অন্য কেউ কথা বললে প্রসঙ্গ হারিয়ে ফেলার অভিজ্ঞতা তো অহরহ হয়। মনোবিদরা এই অভিজ্ঞতার নাম দিয়েছেন ‘ডোর ওয়ে ইফেক্ট’।
এগুলো সাধারণ ঘটনা হলেও ভুলগুলো অস্বস্তিকর হতে পারে। এটি আমাদের মনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করে।
দৈনদিন জীবনে আমাদের মনোযোগ তিনটি স্তরের মধ্যে পরিবর্তিত হয়। যেমন: লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা এবং সর্বনিম্ন স্তরে নির্দিষ্ট কাজগুলোতে মনোযোগ দেওয়া।
সাধারণত পরিচিত পরিস্থিতিতে কোনো কাজ নির্বিঘ্নে চললে লক্ষ্যগুলোর দিকে আমাদের মনোযোগ থাকে। আর কাজগুলো মনোযোগ ছাড়াই স্বাভাবিকভাবেই সম্পন্ন হতে থাকে। যেমন: একজন দক্ষ গাড়িচালক গিয়ার, ইন্ডিকেটর ও স্টিয়ারিং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করেন, যদিও এ সময় তাঁর মনোযোগ ট্রাফিক লাইটের দিকে বা যাত্রীদের সঙ্গে কথা বলার মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে।
কিন্তু পরিস্থিতি একটু পাল্টে গেলেই মনোযোগ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে ঘুরে যায় এবং কিছু সময়ের জন্য অন্যদিকে আর মনোযোগ দেওয়া হয় না। তাই চালক ইঞ্জিনের কোনো অদ্ভুত শব্দ শুনতে পেলে বা কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হলে যাত্রীদের সঙ্গে কথা বলায় বিরতি দেন।
মনোযোগ বিভিন্ন স্তরের মধ্যে ওঠানামা করার ধরনই মানুষকে জটিল আচরণ করতে বাধ্য করে। কাজের গুরুত্বের ওপর মনোযোগের বিষয়টি পরিবর্তিত হয়। মানুষ বিভিন্ন স্তরে মনোযোগ দেয় সেটি লক্ষ্য বা পরিকল্পনা থেকে শুরু করে ছোটখাটো কাজের দিকে নজর দেওয়া পর্যন্ত। কোনো জটিল কাজ করার সময় আমাদের মনোযোগ একদিকে প্রধান পরিকল্পনায় থাকে— এটি হতে পারে কোনো প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। একই সময়ে আমাদের মনোযোগ সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ছোটখাটো কাজের দিকে চলে যায়।
আমাদের মনোযোগ বিভিন্ন স্তরের মধ্যে পরিবর্তিত হওয়ার সময় ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে। মানুষের স্মৃতি বা যেসব স্মৃতি মনে করতে চায় তা বর্তমান পরিবেশের ওপর নির্ভর করে। এর কারণেই ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে।
আবার কল্পনা করুন, চাবি আনার জন্য অন্য ঘরে প্রবেশ করলেন, তবে ঘরে কেন ঢুকলেন তা আর মনে করতে পারলেন না! স্নায়ুবিদদের মতে, এর মানে হচ্ছে, একটি প্রয়োজনীয় অংশ (ঘরে প্রবেশ) বাস্তবায়ন করলেও পরিকল্পনা (চাবি নিয়ে আসা) মাঝপথেই ভুলে গেছেন।
চাবি নিতে ঘরে যাওয়ার এই পরিকল্পনাটি আরও একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে, যেমন— তালা লাগিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হওয়া। এটি আবার আরও বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে— কর্মস্থলে বা কেনাকাটা জন্য বাইরে যাওয়া।
এভাবে একেকটি পরিকল্পনার পর আরেকটি পরিকল্পনা সামনে আসে। একেক সময় একেক পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হয়। ফলে এই মনোযোগের স্তর পরিবর্তনের মধ্যে কাজের বিষয়টি মানুষ ভুলে যায়।
মানুষের স্মৃতি ও লক্ষ্যগুলো বিভিন্ন জালে একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে। যেমন, শৈশবের বাড়িতে ফিরে গেলে আগের দিনে ভুলে যাওয়া অনেক স্মৃতি ফিরে আসতে শুরু করে। অথবা সম্প্রতি কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে সেই সম্পর্কিত আরও অনেক স্মৃতি মনে পড়ে যায়।
বাহ্যিক ও মানসিক উভয় পরিবেশ পরিবর্তিত হলে ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে। এ জন্য একটি ঘর থেকে অন্য ঘরে গিয়ে মানুষ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকে। ওই ঘরে পরিবেশ ও বিভিন্ন উপাদান অনেক স্মৃতির ভিড় জমিয়ে ফেলে। ফলে এই মুহূর্তে ঘরে আসার উদ্দেশ্যই ভুলে যায় মানুষ।
আবার স্নায়ুবিদদের মতে, কোনো একটি ঘটনা এর সীমা অর্থাৎ ‘ইভেন্ট বাউন্ডারি’ পেরিয়ে গেলে মানুষ প্রয়োজনীয় কাজ ভুলে যেতে পারেন। এতে আশপাশের প্রতিবেশে ঘটা পরিবর্তনে ফলে ব্যক্তি হঠাৎ কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েন। কী করবেন আর ভেবে পান না!
এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে আর মনে করতে পারছেন না কেন এসেছেন? বিশেষ করে রান্না ঘরে গিয়ে ফ্রিজের দরজা খোলার পর কোনোভাবেই আর মনে আসছে না কেন খুলেছেন? এমনটি হয় অনেক সময়ই! আবার কথার মাঝে অন্য কেউ কথা বললে প্রসঙ্গ হারিয়ে ফেলার অভিজ্ঞতা তো অহরহ হয়। মনোবিদরা এই অভিজ্ঞতার নাম দিয়েছেন ‘ডোর ওয়ে ইফেক্ট’।
এগুলো সাধারণ ঘটনা হলেও ভুলগুলো অস্বস্তিকর হতে পারে। এটি আমাদের মনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করে।
দৈনদিন জীবনে আমাদের মনোযোগ তিনটি স্তরের মধ্যে পরিবর্তিত হয়। যেমন: লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা এবং সর্বনিম্ন স্তরে নির্দিষ্ট কাজগুলোতে মনোযোগ দেওয়া।
সাধারণত পরিচিত পরিস্থিতিতে কোনো কাজ নির্বিঘ্নে চললে লক্ষ্যগুলোর দিকে আমাদের মনোযোগ থাকে। আর কাজগুলো মনোযোগ ছাড়াই স্বাভাবিকভাবেই সম্পন্ন হতে থাকে। যেমন: একজন দক্ষ গাড়িচালক গিয়ার, ইন্ডিকেটর ও স্টিয়ারিং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করেন, যদিও এ সময় তাঁর মনোযোগ ট্রাফিক লাইটের দিকে বা যাত্রীদের সঙ্গে কথা বলার মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে।
কিন্তু পরিস্থিতি একটু পাল্টে গেলেই মনোযোগ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে ঘুরে যায় এবং কিছু সময়ের জন্য অন্যদিকে আর মনোযোগ দেওয়া হয় না। তাই চালক ইঞ্জিনের কোনো অদ্ভুত শব্দ শুনতে পেলে বা কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হলে যাত্রীদের সঙ্গে কথা বলায় বিরতি দেন।
মনোযোগ বিভিন্ন স্তরের মধ্যে ওঠানামা করার ধরনই মানুষকে জটিল আচরণ করতে বাধ্য করে। কাজের গুরুত্বের ওপর মনোযোগের বিষয়টি পরিবর্তিত হয়। মানুষ বিভিন্ন স্তরে মনোযোগ দেয় সেটি লক্ষ্য বা পরিকল্পনা থেকে শুরু করে ছোটখাটো কাজের দিকে নজর দেওয়া পর্যন্ত। কোনো জটিল কাজ করার সময় আমাদের মনোযোগ একদিকে প্রধান পরিকল্পনায় থাকে— এটি হতে পারে কোনো প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। একই সময়ে আমাদের মনোযোগ সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ছোটখাটো কাজের দিকে চলে যায়।
আমাদের মনোযোগ বিভিন্ন স্তরের মধ্যে পরিবর্তিত হওয়ার সময় ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে। মানুষের স্মৃতি বা যেসব স্মৃতি মনে করতে চায় তা বর্তমান পরিবেশের ওপর নির্ভর করে। এর কারণেই ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে।
আবার কল্পনা করুন, চাবি আনার জন্য অন্য ঘরে প্রবেশ করলেন, তবে ঘরে কেন ঢুকলেন তা আর মনে করতে পারলেন না! স্নায়ুবিদদের মতে, এর মানে হচ্ছে, একটি প্রয়োজনীয় অংশ (ঘরে প্রবেশ) বাস্তবায়ন করলেও পরিকল্পনা (চাবি নিয়ে আসা) মাঝপথেই ভুলে গেছেন।
চাবি নিতে ঘরে যাওয়ার এই পরিকল্পনাটি আরও একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে, যেমন— তালা লাগিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হওয়া। এটি আবার আরও বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে— কর্মস্থলে বা কেনাকাটা জন্য বাইরে যাওয়া।
এভাবে একেকটি পরিকল্পনার পর আরেকটি পরিকল্পনা সামনে আসে। একেক সময় একেক পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হয়। ফলে এই মনোযোগের স্তর পরিবর্তনের মধ্যে কাজের বিষয়টি মানুষ ভুলে যায়।
মানুষের স্মৃতি ও লক্ষ্যগুলো বিভিন্ন জালে একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে। যেমন, শৈশবের বাড়িতে ফিরে গেলে আগের দিনে ভুলে যাওয়া অনেক স্মৃতি ফিরে আসতে শুরু করে। অথবা সম্প্রতি কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে সেই সম্পর্কিত আরও অনেক স্মৃতি মনে পড়ে যায়।
বাহ্যিক ও মানসিক উভয় পরিবেশ পরিবর্তিত হলে ‘ডোর ওয়ে ইফেক্ট’ ঘটে। এ জন্য একটি ঘর থেকে অন্য ঘরে গিয়ে মানুষ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকে। ওই ঘরে পরিবেশ ও বিভিন্ন উপাদান অনেক স্মৃতির ভিড় জমিয়ে ফেলে। ফলে এই মুহূর্তে ঘরে আসার উদ্দেশ্যই ভুলে যায় মানুষ।
আবার স্নায়ুবিদদের মতে, কোনো একটি ঘটনা এর সীমা অর্থাৎ ‘ইভেন্ট বাউন্ডারি’ পেরিয়ে গেলে মানুষ প্রয়োজনীয় কাজ ভুলে যেতে পারেন। এতে আশপাশের প্রতিবেশে ঘটা পরিবর্তনে ফলে ব্যক্তি হঠাৎ কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েন। কী করবেন আর ভেবে পান না!
পৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ওহাইওর এক দম্পতি সম্প্রতি এক চমৎকার ঘটনা ঘটিয়েছেন। তাঁরা সন্তান জন্ম দিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন। কারণ, যে ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম হয়েছে তা ওই দম্পতির শুক্রাণু ও ডিম্বাণু থেকে তৈরি হয়নি। মূলত, তাঁরা ৩১ বছর ধরে সংরক্ষণ করে রাখা এক ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম দিয়েছেন।
১৪ ঘণ্টা আগেপৃথিবীর জলবায়ুর নাটকীয় পরিবর্তনের পেছনে ১২ হাজার বছরেরও বেশি সময় আগের এক বিশাল ধ্বংসপ্রাপ্ত ধূমকেতুর ধূলিকণা দায়ী হতে পারে। নতুন এক গবেষণায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগেবিজ্ঞানীরা পৃথিবীর নিকটতম নক্ষত্রমণ্ডল আলফা সেন্টরিতে এক বিশাল গ্যাস গ্রহ থাকার শক্ত প্রমাণ পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে সাড়ে চার আলোকবর্ষ দূরের এই প্রাণহীন গ্রহকে পৃথিবীর ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর উপগ্রহে জীবনের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনাও রয়েছে!
১ দিন আগে