Ajker Patrika

বিএনপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৪
বিএনপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক 

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল অফিসার ইয়োশাইকি কোবাইশিও বৈঠকে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুরু হয়ে এই বৈঠক চলে সাড়ে ১১টা পর্যন্ত। 

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক যেসব বিষয় আছে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বার্তা হয়েছে।

দেশের বিরাজমান রাজনৈতিক হামলা-মামলার বিষয়টি আলোচনায় এসেছে কীনা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমি তো বললাম সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

শনিবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ নেতৃবৃন্দের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনার পর সকালে জাপানের রাষ্ট্রদূতের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত