অনলাইন ডেস্ক
দেশকে গণতন্ত্রের পথে নিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে মঈন খান বলেন, ‘আজকে জনগণ দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনারও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কী করছে না, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে। আজকে যাকে ভালোবাসে, তাঁরা যখন ক্ষমতায় যায়, তখন এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে। এটা স্মরণে রাখতে হবে।’
ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গাথা। সে সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আসুন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
দেশকে গণতন্ত্রের পথে নিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে মঈন খান বলেন, ‘আজকে জনগণ দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনারও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কী করছে না, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে। আজকে যাকে ভালোবাসে, তাঁরা যখন ক্ষমতায় যায়, তখন এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে। এটা স্মরণে রাখতে হবে।’
ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গাথা। সে সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আসুন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৩ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১৩ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১৪ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৬ ঘণ্টা আগে