নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ হুংকার দেন।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জোটভুক্ত ১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। আজ সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল সিইসির কাছে লিখিত আবেদন তুলে দেন।
৮ ঘণ্টা আগেকয়েক দিন ধরে শাহবাগে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন তিনি।
৯ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ‘আপত্তিকর স্লোগান’ ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে। এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জা
১৩ ঘণ্টা আগে