Ajker Patrika

তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২১: ২৪
তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। 

রিট আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা ওই রিট করেন। প্রাথমিক শুনানির পর সে সময় রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে রিটটি না চালোনোর কথা জানান আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। পরে হাইকোর্ট বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন। 

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজ বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় ছিল। তবে রিটকারী উপস্থিত হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। পরে এটি নন প্রসিকিউশন হয়েছে। এতে যে নিষেধাজ্ঞা ছিল তা আর কার্যকর নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত