Ajker Patrika

বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আবুল হাসনাত আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৩৭
বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আবুল হাসনাত আর নেই

বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য, ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই। আজ শুক্রবার ভোর ৫টায় লন্ডনে তাঁর নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

আবুল হাসনাতের ছেলে রাজীব হাসনাত তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আবুল হাসনাত। শেষ সময়ে বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, আবুল হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রমণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। 

আবুল হাসনাতের বাবা হাজী গণি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। আবুল হাসনাত ১৯৭৮ সালে গঠিত বিএনপির প্রথম কমিটির সদস্য ছিলেন। ঢাকা পৌরসভা ১৯৮৩ সালে পৌর করপোরেশন হলে তাঁকে প্রথম মেয়রের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি কয়েক মাস গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে এরশাদের মন্ত্রিসভাতেও তিনি কয়েকমাস একই দপ্তরের মন্ত্রী ছিলেন। 

 ১৯৯০ সালে তিনি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে জিতে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারেরও মন্ত্রী হয়েছিলেন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে আবার বিএনপিতে ফেরেন তিনি। সে সময় তাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। 

আবুল হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত