নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতায় টিকে থাকার নীলনকশা বাস্তবায়নে সরকার নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসব করে জনগণকে বোকা বানানো যাবে না এবং সরকারেরও শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। এখান থেকে আগামী ১৮ মার্চ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।
পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক দুষ্টুমি করছে (সরকার), অনেক চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করেছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব বন্ধ করতে হবে। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এ জন্যই আপনাদের গাত্রদাহ হচ্ছে, দুষ্টুমি করার চেষ্টা করছেন। বারবার উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণ তাদের আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে তারা জয়ী হবে, তারপরেই ঘরে ফিরে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এর মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘জনগণের দাবিকে উপেক্ষা করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়। এ জন্য তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে। গ্রেপ্তার, হামলা, গায়েবি মামলা দিয়ে সরকার দেশের মানুষকে স্তব্ধ করে রাখতে চায়। গত ১৪-১৫ বছর ধরে এই একই অস্ত্র তারা ব্যবহার করে চলেছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোথাও সফল হতে পারেনি। এখন আবার তাদের খায়েশ হয়েছে—তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এ জন্য তারা আবারও নীলনকশার নির্বাচন করতে চায়। দেশটা তাদের জমিদারি। আমরা তাদের প্রজা। আমাদের সঙ্গে তারা সেই আচরণই করছে।’
মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা ঘোষণা করেছি। সেখানে বলেছি সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।’
ক্ষমতায় টিকে থাকার নীলনকশা বাস্তবায়নে সরকার নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসব করে জনগণকে বোকা বানানো যাবে না এবং সরকারেরও শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। এখান থেকে আগামী ১৮ মার্চ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।
পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক দুষ্টুমি করছে (সরকার), অনেক চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করেছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব বন্ধ করতে হবে। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এ জন্যই আপনাদের গাত্রদাহ হচ্ছে, দুষ্টুমি করার চেষ্টা করছেন। বারবার উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণ তাদের আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে তারা জয়ী হবে, তারপরেই ঘরে ফিরে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এর মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘জনগণের দাবিকে উপেক্ষা করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়। এ জন্য তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে। গ্রেপ্তার, হামলা, গায়েবি মামলা দিয়ে সরকার দেশের মানুষকে স্তব্ধ করে রাখতে চায়। গত ১৪-১৫ বছর ধরে এই একই অস্ত্র তারা ব্যবহার করে চলেছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোথাও সফল হতে পারেনি। এখন আবার তাদের খায়েশ হয়েছে—তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এ জন্য তারা আবারও নীলনকশার নির্বাচন করতে চায়। দেশটা তাদের জমিদারি। আমরা তাদের প্রজা। আমাদের সঙ্গে তারা সেই আচরণই করছে।’
মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা ঘোষণা করেছি। সেখানে বলেছি সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১৭ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
২০ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
২১ ঘণ্টা আগে