নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সভার আয়োজন করে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামে ‘সেচ পাম্প স্থাপনে বাধা দেওয়ায়’ কৃষক শফিউদ্দিন প্রতিবাদস্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে সভায় দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) প্রায় সব বক্তৃতাতেই থাকে যে, সবকিছুর স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা। এমনকি ভাষা আন্দোলনও তাঁরই স্বপ্নের জন্য, তাঁরই কারণে। আমরা যাঁরা বয়স্ক মানুষ, যাঁরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বহু আগে থেকে জড়িত, যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, করেছি, জড়িত ছিলাম এবং পরবর্তীকালে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামল দেখেছি এবং এখন তাঁর কন্যার শাসনামল দেখছি, আমাদের সামনে এ সমস্ত কথা বলা অর্থহীন মনে হয় আমার কাছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন তাঁরা দাবি করেন যে দেশের সমস্ত উন্নয়নের মূলে হচ্ছেন তাঁরা, তখন আমি তাঁদের শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই; অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’
‘আজকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘নাভিশ্বাস উঠে গেছে তাদের (জনগণ)। প্রতিটি মানুষকে আজ বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। নিশ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে।’ বিদায়ি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তাঁর (বিদায়ি সিইসি) বিচার করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাঁর তো বিচার হতে হবে। কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচনব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে। কিচ্ছু নাই ওটার মধ্যে। এখন তারা আবার নির্বাচিত হওয়ার জন্য তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করছে, আইনও করেছে। সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য। যাঁকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, সে সেই হুদার মতো লোকই হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সভার আয়োজন করে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামে ‘সেচ পাম্প স্থাপনে বাধা দেওয়ায়’ কৃষক শফিউদ্দিন প্রতিবাদস্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে সভায় দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) প্রায় সব বক্তৃতাতেই থাকে যে, সবকিছুর স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা। এমনকি ভাষা আন্দোলনও তাঁরই স্বপ্নের জন্য, তাঁরই কারণে। আমরা যাঁরা বয়স্ক মানুষ, যাঁরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বহু আগে থেকে জড়িত, যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, করেছি, জড়িত ছিলাম এবং পরবর্তীকালে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামল দেখেছি এবং এখন তাঁর কন্যার শাসনামল দেখছি, আমাদের সামনে এ সমস্ত কথা বলা অর্থহীন মনে হয় আমার কাছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন তাঁরা দাবি করেন যে দেশের সমস্ত উন্নয়নের মূলে হচ্ছেন তাঁরা, তখন আমি তাঁদের শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই; অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’
‘আজকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘নাভিশ্বাস উঠে গেছে তাদের (জনগণ)। প্রতিটি মানুষকে আজ বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। নিশ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে।’ বিদায়ি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তাঁর (বিদায়ি সিইসি) বিচার করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাঁর তো বিচার হতে হবে। কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচনব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে। কিচ্ছু নাই ওটার মধ্যে। এখন তারা আবার নির্বাচিত হওয়ার জন্য তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করছে, আইনও করেছে। সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য। যাঁকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, সে সেই হুদার মতো লোকই হবে।’
বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণতন্ত্রবিরোধী ও স্বৈরতন্ত্রের ভিত্তি আখ্যা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘আমাদের এমপিরা হাত তোলা এমপি। তারা জনগণ দ্বারা নির্বাচিত হয়, কিন্তু পার্লামেন্টে গিয়ে দলের বাইরে কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই।
৩৬ মিনিট আগেআগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১টায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী রাষ্ট্রপতির ঘোষণার (প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন) মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। বিকল্প হিসেবে গণভোটের মাধ্যমেও সনদকে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে, এমনটা মনে করে দলটি। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ঢাকায় দলের কেন্দ্রীয়...
১৮ ঘণ্টা আগে