ভোলা সংবাদদাতা
‘থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠক ভালো কিছু বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার যাতে ফেল না করে, এ জন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি, বড় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে, না ডিসেম্বরে হবে—এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’
এ সময় ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চে ভোলায় পৌঁছান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
‘থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠক ভালো কিছু বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার যাতে ফেল না করে, এ জন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি, বড় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে, না ডিসেম্বরে হবে—এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’
এ সময় ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চে ভোলায় পৌঁছান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৬ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৬ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৭ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৯ ঘণ্টা আগে