Ajker Patrika

ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান, সেটিই বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৬
ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান, সেটিই বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রকৃতপক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তাঁর নেত্রী খালেদা জিয়া ও তাঁদের দল যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে তাঁরা পাকিস্তানকেই লালন করেন, এর নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে তাঁদের মুখে “পাকিস্তানই ভালো” বক্তব্যে।’ 

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকেরা মির্জা ফখরুলের গত বৃহস্পতিবারের বক্তব্য ‘পাকিস্তানই ভালো ছিল’ নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা এত দিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তাঁর দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।’ 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সূচকে পাকিস্তানকে ২০১৫ সালেই অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সে কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’ 

হাছান মাহমুদ আরও বলেন, ‘পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদেরাও তা স্বীকার করেন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁওয়ে গিয়ে বললেন, “পাকিস্তানই ভালো ছিল!” এতে তাদের অন্তরে যে পাকিস্তান, সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত