সম্পাদকীয়
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র দেওয়া হচ্ছিল যখন, তখন এক ছাত্রদল নেতা কেন্দ্রের বিভিন্ন কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের নির্দেশনা দিতে থাকেন। এই বীরত্বপূর্ণ ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কীভাবে এই ছাত্রদল নেতা ঢুকলেন, তার ব্যাখ্যা যা-ই হোক না কেন, এ যে আমাদের চরম নৈতিকতাহীনতার প্রকাশ, সে কথা বললে অত্যুক্তি হবে না। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া কলেজের একটি কক্ষে কর্তব্যরত চার পরিদর্শক-শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও শোকজ করা হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু শোকজ, অব্যাহতি—এই ব্যাপারগুলো কি আদতে পেশিশক্তিকে দমাতে পারবে?
দেশের বড় সব সংকট পাশে রাখলে এই ঘটনাটিকে নিতান্ত তুচ্ছ ব্যাপার বলে মনে হতে পারে। কিন্তু এতে যে মানসিকতার প্রকাশ ঘটেছে, তা আইন মেনে না চলা, পেশিশক্তির ক্ষমতা প্রদর্শন করার মতো ভয়ংকরতা ফুটিয়ে তুলেছে। দেশের বড় বড় সংকট সৃষ্টির ক্ষেত্রে এ ধরনের ঘটনাগুলোই বড় ভূমিকা পালন করতে পারে। ছোট ঘটনাগুলো আমলে না নিলে জাতীয় পর্যায়ে উঠে এসে এই ঘটনাগুলো দানবীয় হয়ে ওঠে। তখন বৃহৎ পরিসরে আইনকে থোড়াই কেয়ার করে অনৈতিক ও বেআইনি কাজ করা সম্ভব হয়।
কে না জানে, এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থী ও পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত আর কারও প্রবেশাধিকার নেই। পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় পরীক্ষাকেন্দ্রে সহযোগীসহ ঢোকার সময় এই ছাত্রদল নেতা কোথাও কোনো বাধা পাননি। এই ছাত্রদল নেতা পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদের কী ধরনের নির্দেশনা দিতে গিয়েছিলেন? এমন কোনো অমোঘ বাণী কি তিনি ছড়িয়েছিলেন, যে বাণীর মাহাত্ম্যে শিক্ষার্থীদের পুরো জীবন পরিবর্তিত হয়ে গেছে? শিক্ষার্থীদের মনে কি এই প্রশ্নের উদ্রেক হয়েছিল যে, পরীক্ষা চলাকালে, উত্তরপত্র বিতরণকালে কোনো বহিরাগত পরীক্ষার হলে থাকতে পারবে না? যদি হয়ে থাকে, তাহলে তাঁদের কেউ অথবা শিক্ষকদের কেউ কি সে প্রশ্নটি রেখেছিলেন সেই ছাত্রদল নেতার কাছে?
শিক্ষকেরা যে সে প্রশ্ন রাখেননি, তা চার শিক্ষকের অব্যাহতির নির্দেশ থেকেই বোঝা যায়। শিক্ষার্থীরা কি এর প্রতিবাদ করতে পারতেন? নিশ্চয়ই পারতেন, কিন্তু তাঁরাও করেননি। কেন করেননি? কারণ হিসেবে বলা যায়, এই প্রতিবাদের ফলে আখেরে যে সন্ত্রাসের সৃষ্টি হবে, তা সামলানো যাবে না, এ কথা তাঁরা বোঝেন। অর্থাৎ, বলাই যায়, স্থানীয় পেশিশক্তির অধিকারীর কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী সবাই জিম্মি হয়ে থাকে। এটা কেবল নাটোরের এই কলেজেরই ঘটনা নয়, যেখানেই পেশিশক্তি বা ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ আসে, সেখানেই তা ঘটতে থাকে।
ছাত্রদলের এই বীরপুঙ্গবের বিরুদ্ধে সাংগঠনিক কী ব্যবস্থা নেওয়া হয়, সেটা দেখার পাশাপাশি আইন ভঙ্গ করে পরীক্ষার হলে ঢোকার অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটা দেখাও জরুরি।
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র দেওয়া হচ্ছিল যখন, তখন এক ছাত্রদল নেতা কেন্দ্রের বিভিন্ন কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের নির্দেশনা দিতে থাকেন। এই বীরত্বপূর্ণ ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কীভাবে এই ছাত্রদল নেতা ঢুকলেন, তার ব্যাখ্যা যা-ই হোক না কেন, এ যে আমাদের চরম নৈতিকতাহীনতার প্রকাশ, সে কথা বললে অত্যুক্তি হবে না। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া কলেজের একটি কক্ষে কর্তব্যরত চার পরিদর্শক-শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও শোকজ করা হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু শোকজ, অব্যাহতি—এই ব্যাপারগুলো কি আদতে পেশিশক্তিকে দমাতে পারবে?
দেশের বড় সব সংকট পাশে রাখলে এই ঘটনাটিকে নিতান্ত তুচ্ছ ব্যাপার বলে মনে হতে পারে। কিন্তু এতে যে মানসিকতার প্রকাশ ঘটেছে, তা আইন মেনে না চলা, পেশিশক্তির ক্ষমতা প্রদর্শন করার মতো ভয়ংকরতা ফুটিয়ে তুলেছে। দেশের বড় বড় সংকট সৃষ্টির ক্ষেত্রে এ ধরনের ঘটনাগুলোই বড় ভূমিকা পালন করতে পারে। ছোট ঘটনাগুলো আমলে না নিলে জাতীয় পর্যায়ে উঠে এসে এই ঘটনাগুলো দানবীয় হয়ে ওঠে। তখন বৃহৎ পরিসরে আইনকে থোড়াই কেয়ার করে অনৈতিক ও বেআইনি কাজ করা সম্ভব হয়।
কে না জানে, এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থী ও পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত আর কারও প্রবেশাধিকার নেই। পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় পরীক্ষাকেন্দ্রে সহযোগীসহ ঢোকার সময় এই ছাত্রদল নেতা কোথাও কোনো বাধা পাননি। এই ছাত্রদল নেতা পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদের কী ধরনের নির্দেশনা দিতে গিয়েছিলেন? এমন কোনো অমোঘ বাণী কি তিনি ছড়িয়েছিলেন, যে বাণীর মাহাত্ম্যে শিক্ষার্থীদের পুরো জীবন পরিবর্তিত হয়ে গেছে? শিক্ষার্থীদের মনে কি এই প্রশ্নের উদ্রেক হয়েছিল যে, পরীক্ষা চলাকালে, উত্তরপত্র বিতরণকালে কোনো বহিরাগত পরীক্ষার হলে থাকতে পারবে না? যদি হয়ে থাকে, তাহলে তাঁদের কেউ অথবা শিক্ষকদের কেউ কি সে প্রশ্নটি রেখেছিলেন সেই ছাত্রদল নেতার কাছে?
শিক্ষকেরা যে সে প্রশ্ন রাখেননি, তা চার শিক্ষকের অব্যাহতির নির্দেশ থেকেই বোঝা যায়। শিক্ষার্থীরা কি এর প্রতিবাদ করতে পারতেন? নিশ্চয়ই পারতেন, কিন্তু তাঁরাও করেননি। কেন করেননি? কারণ হিসেবে বলা যায়, এই প্রতিবাদের ফলে আখেরে যে সন্ত্রাসের সৃষ্টি হবে, তা সামলানো যাবে না, এ কথা তাঁরা বোঝেন। অর্থাৎ, বলাই যায়, স্থানীয় পেশিশক্তির অধিকারীর কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী সবাই জিম্মি হয়ে থাকে। এটা কেবল নাটোরের এই কলেজেরই ঘটনা নয়, যেখানেই পেশিশক্তি বা ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ আসে, সেখানেই তা ঘটতে থাকে।
ছাত্রদলের এই বীরপুঙ্গবের বিরুদ্ধে সাংগঠনিক কী ব্যবস্থা নেওয়া হয়, সেটা দেখার পাশাপাশি আইন ভঙ্গ করে পরীক্ষার হলে ঢোকার অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটা দেখাও জরুরি।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এক গভীর রূপান্তরের ভেতর দিয়ে গেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পরিণতিতে যখন দেশে একধরনের দমন-পীড়ন ও এককেন্দ্রিক ক্ষমতার গঠন স্পষ্ট হয়ে উঠছিল, তখন নতুন প্রজন্মের শিক্ষার্থী ও নাগরিক সমাজ মিলে গড়ে তোলে এক অভাবিত প্রতিরোধ,
৪ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে আমাদের অর্জন কী, সে প্রশ্ন আজ সবার। জুলাই আন্দোলনের সময় কোনো নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য না থাকলেও শেখ হাসিনার পতনের পর মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল—রাষ্ট্রের যে পদ্ধতি শাসককে কর্তৃত্বপরায়ণ, স্বৈরাচারী ও ফ্যাসিস্টে পরিণত করে, সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
৪ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানানো হয়েছে। নির্বাচনটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। তবে আগামী নির্বাচন নিয়ে সবচেয়ে আগ্রহী ও উৎসাহী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সোমবার বলেছেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে
৪ ঘণ্টা আগেলুটপাটের জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন শেখ হাসিনা ও তাঁর দলবল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনি সাঙ্গপাঙ্গদের দিয়েছিলেন সম্পদ লুণ্ঠনের অধিকার। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে রয়ে গেছে লুটেরা সিন্ডিকেট। গণমাধ্যমে নতুন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লুটপাট, চাঁদাবাজি ও দখল
১৫ ঘণ্টা আগে